এমন উৎসব বিস্ময়কর, বাংলায় না এলে বুঝতেই পারতাম না: রাজ্যপাল

“এই মুহূর্ত জীবনে ভুলতে পারব না। এমন উৎসব সত্যিই বিস্ময়কর। সাংস্কৃতিকভাবে পশ্চিমবঙ্গের কোনও তুলনাই হয় না।” চালতা বাগান দুর্গাপুজো কমিটির ঢাক উৎসবে যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্যপাল ধনকর। 

বুধবার কলকাতার একটি অভিজাত হোটেলে চালতাবাগান পুজো কমিটির ঢাক উৎসবকে কেন্দ্র করে ছিল চাঁদের হাট। ছিলেন অভিনেতা দেব, অভিনেত্রী কোয়েল মল্লিক, জুন মালিয়া, রূপা গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে।

আজ 2 অক্টোবর, গান্ধী জয়ন্তী। তাই জাতির জনককে স্মরণ করে রাজ্যপালের হাতে মহাত্মা গান্ধীর ছবি তুলে দেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

ছবি- প্রকাশ পাইন

আরও পড়ুন-ধর্ম নিরপেক্ষ অখণ্ড বাঙালিয়ানার স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী: ব্রাত্য