Thursday, August 28, 2025

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

Date:

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে হড়পা বান এবং ধসের জেরে অন্তত ৫ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও ১৪ জন আহত বলে খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আপাতত বৈষ্ণোদেবী মন্দির যাত্রা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বৈষ্ণোদেবী তীর্থ বোর্ডের পক্ষ থেকে আধকোয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ রাখা হচ্ছে। ভারী বৃষ্টিপাত, ধস এবং পাথর ভেঙে পড়ার কারণে ভেসে গিয়েছে ডোডা ও কিশতওয়ারের সংযোগকারী জাতীয় সড়কের একাংশ। এর ফলে এই জাতীয় সড়কে আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রবল বৃষ্টির জেরে কাটরা-সাঙ্গার রেলস্টেশনে ভূমিধসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর পাশপাশি প্রতিকূল আবহাওয়ার জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এই তালিকায় রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, শ্রী শক্তি এক্সপ্রেস, হেমকুণ্ড এক্সপ্রেসও। পরিস্থিতি গুরুতর উপলব্দি করেই জম্মু যাচ্ছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। দ্রুত যাতে উদ্ধারকার্য হয় সেই নির্দেশও দিয়েছেন ওমর আবদুল্লা। মঙ্গলবার বন্যা মোকাবিলা প্রস্তুতি সম্পর্কে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। প্রশাসনের বিভাগকে তিনি প্রস্তুত থাকতে বলেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও উদ্ধারকারী দল চেষ্টা চালাচ্ছে। কিন্তু আবহাওয়া ক্রমশ খারাপের দিকে যাওয়ায় কঠিন হয়ে পড়ছে উদ্ধারকাজ। জম্মু অঞ্চলের বিভিন্ন নদী ও খালে জলস্তর ক্রমশ বেড়ে যাওয়ায় বড় অংশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন – পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version