Thursday, November 6, 2025

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪ অক্টোবর থেকে নাকি শুরু হতে পারে আইএসএল(Indian Super League)। এফএসডিএলের(FSDL) সঙ্গে অস্থায়ীভাবে আগামী বছরের এপ্রিল পর্যন্ত চুক্তি নাকি বাড়াতে চলেছে ফেডারেশন। ২০২৫-২৬ মরসুমে আইএসএল যাতে সুষ্ঠুভাবে করা সম্ভব হয় সেই চেষ্টাতেই এই ফেডারেশন। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট(Supreme Court) ফেডারেশন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL) নির্দেশ দিয়েছিল নিুজেদের মধ্যে আলোচনায় বসতে। গত সোমবারই বৈঠকে বসেছিল দুই তরফ। সেখানেই আইএসএল ও চুক্তি নিয়ে নানান আলোচনা হয়েছে। যদিও সেখান থেকে আইএসএল নিয়ে কোনওরকম তারিখের ঘোষণা করা হয়নি। তবে সূত্রের মাধ্যমে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে অক্টোবরের একেবারে শেষের দিকেই শুরু হতে পারে এবারের আইএসএল(Indian Super League)।

অর্থাৎ দুই তরফের কথায় যে খানিকটা হলেও সমাধান সূত্র বেড়িয়ে এসেছে তা বোঝাই যাচ্ছে। এই বছরের ডিসেম্বরেই এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফেডারেশনের। সেই চুক্তি নিয়েই দেখা দিয়েছিল সলস্যা। চুক্তি বাড়ালেও ফেডারেশনের কাছে বহু শর্ত রেখেছিল এফএসডিএল। সেখানেই বেকায়দায় পড়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তবে এখন শোনা যাচ্ছে আপাতত নাকি এই মরসুমেক আইএসএলের জন্য এপ্রিল পর্যন্ত একটি অস্থায়ী চুক্তি ফেডারেশনের সঙ্গে হতে চলেছে এফএসডিএলের।

আগামী ২৮ অগাস্ট আবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণা রয়েছে। সেখানেই ফেডারেশন এবং এফএসডিএলের মধ্যে যে কথাবার্তা হয়েছে তা সুপ্রিম কোর্টের কাছে পেশ করা হবে। তারপরই হয়ত ঘোষণা হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। ইতিমধ্যেই আইএসএলের বহু ক্লাব তাদের সমস্ত কার্যকলাপ স্থগিত করে দিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version