গড়ফা থানা এলাকায় দুই প্রৌঢ়ের রহস্যমৃত্যু

গড়ফা থানা এলাকায় একটি ফ্ল্যাট থেকে দুই প্রৌঢ়ের রক্তাক্ত ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। বুধবার সকালে কিশলয় স্কুল রোডের বহুতলের একটি ফ্ল্যাটের ভিতর থেকে দেহ দু’টি উদ্ধার করে পুলিশ। মৃতদের নাম পার্থ গঙ্গোপাধ্যায় (৬৫-৬০) ও গৌতম গঙ্গোপাধ্যায় (৬৫-৬০)। সম্পর্কে তাঁরা ভাই।

দু’জনরেই হাত ও পায়ের শিরা কাটা অবস্থায় ছিল। ঘরে তিনটি রক্তমাখা ব্লেডও মিলেছে। প্রাথমিকভাবে অনুমান, তাঁরা আত্মঘাতী হয়েছেন তাঁরা। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন-পেনশন নিতে চান না জেটলির স্ত্রী