রাজীব কুমারের আগাম জামিন সুনিশ্চিত

দীর্ঘদিন অন্তরালে থাকার পরে প্রকাশ্যে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। আগাম জামিনের প্রক্রিয়া সম্পন্ন করতেই পঞ্চমীর সকালে আলিপুর আদালতে যান। গত ১ অক্টোবর রাজীব কুমারের আগাম জামিনের আর্জি মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। সেই প্রক্রিয়া সম্পন্ন করতেই এই পদক্ষেপ। তবে, আপাতত তাঁর গ্রেফতারির সম্ভাবনা নেই। এদিকে, রাজীব কুমারকে আগাম জামিন দেওয়ায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। বৃহস্পতিবার, সকালে সশরীরে আলিপুর আদালতে যান রাজীব। কারণ, হাইকোর্ট তাঁকে যে আগাম জামিন দিয়েছে, নিয়মানুযায়ী তা নিম্ন আদালতে নিশ্চিত করতে হয়। সেই কাজেই হাজির হন তিনি। পরনে আকাশি শার্ট, গাঢ় নীল রঙের প্যান্ট। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আলিপুর আদালত থেকে দুই জামিনদারের মাধ্যমে আগাম জামিন নিশ্চিত করেন এডিজি সিআইডি।

ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত আদালত বন্ধ থাকবে। আগাম জামিন নিশ্চিত না হলে, লক্ষ্মীপুজোর পরে আগাম জামিনের শর্তপূরণ করতে হত। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরে নিম্ন আদালত থেকে তা নিশ্চিত করতে এক মাস সময় দেওয়া হয়েছিল। আগাম জামিন পাওয়ার পরে এবার রাজীব কুমারের কাজে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল বলে মত বিশেষজ্ঞ মহলের। তবে, বৃহস্পতিবার, সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। কাজ মিটিয়েই বেরিয়ে যান।

আরও পড়ুন-পুজোর পরেই বঙ্গ-বিজেপির নতুন কমিটি, সবুজ সংকেত শাহের

Previous articleপুজোর পরেই বঙ্গ-বিজেপির নতুন কমিটি, সবুজ সংকেত শাহের
Next articleচিদম্বরমের জামিনের আবেদনের সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি