প্রোটিয়াদের হারিয়ে সিরিজ দখল হরমনপ্রীতদের

ছেলেরা টেস্টে চেপে ধরেছে দক্ষিণ আফ্রিকাকে। আর উইমেন ইন ব্লু দক্ষিণ আফ্রিকাকে হারাল টি-২০ সিরিজে। ৬ ম্যাচের সিরিজে ৫ নম্বর ম্যাচেই ৫ উইকেটে জিতে ৩-০ তে সিরিজ দখলে নিল হরমনপ্রীতের দল। দুটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ফলে শেষ ম্যাচ রইল নিয়ম রক্ষার।

২০ ওভারের ম্যাচে প্রোটিয় মহিলা দলের ইনিংস শেষ হয়ে যায় ৯৮ রানে। কৃতিত্ব বোলার রাধা যাদবের। তিনি ২৩ রানে ৩ উইকেট নেন। আর দীপ্তি শর্মা নেন ১৯ রানে ২ উইকেট। লেগ স্পিনার পুনম যাদব নেন ১টি উইকেট। ভারতের বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ রান লরা উটভার্টের, মাত্র ১৭।

পাল্টা ব্যাট করতে নেমে বিপর্যয় ভারতের। ২৯ রানের মধ্যে ফিরে যান শেফালি, স্মৃতি, জেমিমা। দলের হাল ধরেন দীপ্তি এবং হরমনপ্রীত। দু’জনের ৫০ রানের পার্টনারশিপে পৌঁছে যায় জয়ের দোরগোড়ায়। ৪ বাউন্ডারি সহ অধিনায়ক হরমনপ্রীত ৩২ বলে ৩৪ রান করেন। à§§à§­ বল বাকি থাকতেই জয় এবং সিরিজ দখলে নেয় ভারিতের মহিলা ক্রিকেট দল।

আরও পড়ুন-ভুল স্বীকার ভারতীয় বায়ুসেনার