Sunday, January 25, 2026

ধ্বংসস্তূপের মাঝেও মাতৃ বন্দনায় আলোর সন্ধান পেয়েছে মেট্রো কাণ্ডে বিপর্যস্ত পরিবারগুলো

Date:

Share post:

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে বিপর্যস্ত বউবাজার স্যাঁকরাপাড়া লেন। সম্প্রতি ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। বাসিন্দাদের ঠাঁই এখন আশপাশের হোটেল কিংবা গেস্ট হাউস। তবুও বাঙালির সেরা উৎসব তাঁদের দূরে ঠেলে রাখতে পারেনি। গত ৫৭ বছর ধরে সাকরা পাড়া যুবক সংঘ মা দুর্গার আরাধনা করে আসছে, এবারও তার ব্যতিক্রম নয়। ৫৮তম বছরে পুজোর আকার কিংবা জৌলুস কমলেও আবেগে ঘাটতি নেই।

ষষ্ঠীর সন্ধ্যায় বিপর্যস্ত পরিবারগুলো যথারীতি পুজো প্যান্ডেলে ভিড় করেছে। এসেছে কচিকাঁচারাও। যতই বিপর্যয় আসুক, পুজোর চারটি দিন কিছুতেই তাঁরা উৎসব বিমুখ থাকতে চায় না। সাকরা পাড়া পুজো কমিটির এক কর্মকর্তার কথায়, “জানি না কবে আবার নিজের বাড়িতে ফিরবো। তবে পাড়ার দুর্গাপুজো মিস করতে পারবো না। তাই যতই সমস্যা থাকুক, মেট্রো কর্তৃপক্ষের কাছ থেকে অনেক কষ্টে পুজো করার অনুমতি মিলেছে। আগে আমাদের এই পুজো পাড়ার মধ্যে অনেক বড় করে হতো। কিন্তু এখন সেখানে ধ্বংস স্তুপ। তাই একটু ছোট করেই পুজোটা করতে হচ্ছে।”

স্থানীয় আরেকটি পরিবার সন্ধ্যায় ষষ্ঠীর পুজো দিতে এসেছে। সঙ্গে ক্লাস ওয়ানে পড়া বাচ্চা ছেলে। স্বামী-স্ত্রী জানালেন, বড় মেয়ে মাধ্যমিক দেবে। হোটেল থেকে পড়াশুনার ক্ষতি হচ্ছে। ছোট বাচ্চাটির জন্য কোনওরকমে পুজোর জামা-কাপড় কিনে দিয়েছেন, এর বাইরে এর কিছু সম্ভব হয়নি। তবে বাঙালির শেষ্ট্র উৎসব দুর্গা পুজো থেকে দূরে থাকা সম্ভব নয়। তাই উৎসব মুখর দিনগুলিতে তাঁরাও হোটেলের ঘরে বসে থাকতে পারেননি।

সব মিলিয়ে আলো ঝলমলে গোটা শহরের মতো নয়, কিছুটা অন্ধকারেই সাকরা পাড়া লেন। যদিও শারদ উৎসবে ধ্বংস স্তূপের মাঝেও মাতৃ বন্দনায় আলোর সন্ধান পেয়েছে মেট্রো কাণ্ডে বিপর্যস্ত পরিবারগুলো।

spot_img

Related articles

আগুনে বোলিংয়ে নির্বাচকদের জবাব দিলেন শামি, রঞ্জির নক আউটে বাংলা

কল্যাণীতে রঞ্জি ট্রফির ম্যাচে (Ranji Trophy) সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার (Bengal) দাপুটে জয়। ব্যাট হাতে সুদীপ চ্যাটার্জীর অসাধারণ ইনিংস...

BLO অ্যাপের ভুল! তা সত্ত্বেও SIR শুনানির হয়রানি, চোখে আঙুল দিয়ে দেখালেন শশী

সাধারণ মানুষের সব নথি সঠিক থাকা সত্ত্বেও কেউ আনম্যাপড, কেউ লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় পড়েছেন। নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে...

বুদ্ধি খাটিয়ে তাক লাগিয়ে দিয়েছে ভেরোনিকা: এই গরু এখন গবেষকদের চর্চার বিষয়

কে বলেছে নির্বুদ্ধিতার কাজ করলে তাকে গরু বলে ডাকতে হবে! এতদিন যা করেছেন এবার সেই অভ্যাস বদলানোর সময়...

বাংলাদেশের সমর্থনে বয়কটের হুশিয়ারি, পাকিস্তানকে কঠোর শাস্তি দিতে পারে আইসিসি

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসি টি২০ বিশ্বকাপ বয়কটের ( T20 World Cup boycott) হুমকি দিয়েছে পিসিবি(PCB)। এবার পাকিস্তানের (Pakistan)...