যানজটে নাকাল দর্শনার্থীরা

পুজোর কদিনও তীব্র যানজটের থেকে মুক্তি নেই কোন্নগরবাসীর। প্রায় প্রতিদিনই কোন্নগর স্টেশনের মুখে তীব্র যানজট লেগেই থাকে। তার থেকে রেহাই নেই পুজোর সময়ও। অভিযোগ, টোটো, অটো, ম্যাক্সিমা গাড়িগুলি নিয়ম মানে না। রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া থেকে শুরু করে যেখান থেকে খুশি গাড়ি ঘোরানো—সবই করে তারা। এজন্য স্টেশনের কাছে প্রত্যেক দিনই যানজট লেগে থাকে। সমস্যায় পড়তে হয় পথচারীদের। অভিযোগ, যানজট দেখেও, হুঁশ নেই প্রশাসনের। পুজোর দিনগুলিতেও এর ব্যতিক্রম না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। যানজটে নাকাল দর্শনার্থীরা

পুজোর কদিনও তীব্র যানজটের থেকে মুক্তি নেই কোন্নগরবাসীর। প্রায় প্রতিদিনই কোন্নগর স্টেশনের মুখে তীব্র যানজট লেগেই থাকে। তার থেকে রেহাই নেই পুজোর সময়ও। অভিযোগ, টোটো, অটো, ম্যাক্সিমা গাড়িগুলি নিয়ম মানে না। রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া থেকে শুরু করে যেখান থেকে খুশি গাড়ি ঘোরানো—সবই করে তারা। এজন্য স্টেশনের কাছে প্রত্যেক দিনই যানজট লেগে থাকে। সমস্যায় পড়তে হয় পথচারীদের। অভিযোগ, যানজট দেখেও, হুঁশ নেই প্রশাসনের। পুজোর দিনগুলিতেও এর ব্যতিক্রম না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।

আরও পড়ুন-এনআরসি নিয়ে উদ্বিগ্ন হাসিনাও

 

Previous articleএনআরসি নিয়ে উদ্বিগ্ন হাসিনাও
Next articleবালাকোট ভিডিও আর ইজরায়েলি মারণ ট্যাঙ্কে ভারতের শক্তি প্রদর্শন