Sunday, November 16, 2025

কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে হংকংয়ের বাঙালিদের শারদ উৎসব

Date:

নিজেদের শিকড় ছেড়ে বহু যোজন দূরের প্রবাসে থাকা বাঙালিরা অপেক্ষায় থাকেন শারদ উৎসবের। প্রবাসেই দুর্গাপুজোর আয়োজন করে বাঙালিরা যেন ফিরে পান বাঙলার মাটির গন্ধ।

ব্যতিক্রম নন দক্ষিণ চিন সাগরের উপকূলে হংকংয়ের বাঙালিরাও। হংকংয়ের বাঙালি অ্যাসোসিয়েশনের শারদ উৎসব এ বার 21 বছরে পা দিল। হংকংয়ে এই একটি মাত্র বারোয়ারি দুর্গাপুজোই হয়, আর তাকে ঘিরেই ওখানকার বাঙালিরা মেতে ওঠেন।
মহাসপ্তমীতে সকাল থেকেই চলছে পঞ্জিকা মেনে আবাহন। হংকং-এর প্রতিটি বাঙালি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এই পুজোতে। সঙ্গে আছেন অসংখ্য অসংখ্য প্রবাসী অবাঙালিও। 2016-তে এই পুজো “বিশ্ব বাংলা শারদ সম্মান”-এ ভূষিত হয়েছিলো।
হংকং-এর এই পুজো শতাব্দী প্রাচীন ইন্ডিয়ান রিক্রিয়েশন ক্লাবের চত্বরে হচ্ছে। এবারেও মা এসেছেন সেখানেই। পুজো কমিটির সভাপতি অলক রায়, সম্পাদক সাগ্নিক গঙ্গোপাধ্যায়।
অলক রায় এদিন নিজেই কাঁধে তুলে নিয়েছেন ঢাঁক। একেবারে পেশাদারি ভঙ্গিতে সপ্তমীর মণ্ডপ মাতিয়েছেন তিনি।
এই পুজোর অন্যতম উদ্যোক্তা, রাজদীপ মজুমদার জানিয়েছেন, পুজোর প্রতিদিন বিকেলে ধুমধাম করেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। হবে ধুনুচি নাচ, শাঁখ বাজানো প্রতিযোগিতা। এসব অনুষ্ঠানে অংশ নেবেন হংকং বাঙালি অ্যাসোসিয়েশনের সদস্যরাই। পুজোর চার-পাঁচ দিন মাতৃমণ্ডপে রোজ দো-বেলা জোরদার খাওয়া দাওয়া। খাবারের মেনুতেও বাংলার ছোঁয়া।
হংকংয়ের বাঙালি অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবারের মতো এবারও যেন এই বাংলাকে তুলে আনা হয়েছে হংকং-এ।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version