2016-র পর ফের সৌদি আরব সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বৈঠক হওয়ার কথা তাঁর। রিয়াধে ইকনমিক সামিটেও অংশ নিতে পারেন মোদি। সফরসূচি এখনও চূড়ান্ত না হলেও মনে করা হচ্ছে মোদির সফরের ক্ষেত্র প্রস্তুত করতেই কয়েকদিন আগে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক সেরে এসেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
