Sunday, November 16, 2025

বিরাট ছক্কায় আড়াই দশকের রেকর্ড ভাঙলেন “হিটম্যান”, ডনের সঙ্গে এক আসনে রোহিত

Date:

স্বপ্নের ফর্মে আছেন টিম ইন্ডিয়ার “হিটম্যান” রোহিত শর্মা। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকালেন রোহিত শর্মা। প্রথম ইনিংসে করেছিলেন ১৭৬ রান। দ্বিতীয় ইনিংসে করলেন ১২৭ রান। রোহিতের ঝকঝকে ইনিংসটি সাজান আছে ১০টি বাউন্ডারি ও ৭টি বিশাল ছক্কা দিয়ে।

একই টেস্টে টানা দু’সেঞ্চুরি করাই নয়, তাঁর এই পারফরম্যান্সে একের পর এক রেকর্ড ভাঙলেন ‘হিটম্যান’। দ্বিতীয় ইনিংসে ২০ ওভারের মাথায় ডেন পিয়েডকে লম্বা ছয় মেরে ১৯৯৪ সালে নভজ্যোত সিং সিধুর রেকর্ড ভাঙলেন রোহিত। ঘরের মাটিতে টেস্টে এক ম্যাচে সর্বাধিক ছয় মারার রেকর্ড এখন রোহিতের ঝুলিতে ।

পরিসংখ্যান বলছে, তিন ফরম্যাটে সর্বাধিক ছয় মারার নিরিখে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন রোহিত শর্মাই। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯টি, ওয়ানডেতে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬, টি২০-তে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি সর্বাধিক ছয় মারার রেকর্ড গড়লেন তিনি।

এদিন দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করার পরই রাহুল দ্রাবিড়ের একটানা ৬টি অর্ধ শতরানের রেকর্ডও ভাঙলেন রোহিত। ১৯৯৭-৯৮ সালে পরপর ৬টি অর্ধ শতরান করেছিলেন রাহুল দ্রাবিড়। এ ছাড়া ঘরের মাঠে অন্তত ১০টি টেস্ট ইনিংসে ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড়ের নিরিখে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন রোহিত শর্মা।

দেশের মাটিতে বিশাখাপত্তনমের প্রথম ইনিংসটি নিয়ে মোট ১৫টি টেস্ট ইনিংসে ব্যাট করেছেন রোহিত শর্মা৷ ঘরের মাঠে রোহিত শর্মার রান ৮৮৪। ব্যাটিং গড় ৯৮.২২। যা বিশ্ব ক্রিকেটে কার্যত নজিরবিহীন।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version