সপ্তমীর সকাল বৃষ্টি দিয়ে শুরু

পূর্বাভাস ছিলই। আশঙ্কাকে সত্যি প্রমাণ করে সপ্তমীর সকাল থেকে নামল বৃষ্টি। কমবেশি বৃষ্টি আপাতত চলবে। উদ্যোক্তারা বিপাকে। সকালেই যাঁরা বেরিয়েছিলেন, তাঁদের মাঝপথেই সমস্যা। মেঘ ডাকছে। বিচ্ছিন্নভাবে বিরাট এলাকাজুড়ে বৃষ্টি চলছে।