দু’মাস পর ফারুখের কাছে স্ত্রী দলের নেতারা

গৃহবন্দি দশা ঘোচেনি। কিন্তু বিগত ২ মাসে এই প্রথম ফারুখ আবদুল্লাহ স্ত্রী ও দলের নেতাদের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন। দলের দুই নেতা হুসেইন মাসুদি আর আকবর লোন সাক্ষাৎকারের পর জানিয়ে দিয়েছেন, দলের নেতার কুশল জানতেই তাঁর বাড়িতে যাওয়া। রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি। কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চলের তকমা পাওয়ার পর আগামী ৬ মাসের মধ্যে পঞ্চায়েত ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। ফারুখ অবশ্য জানিয়ে দিয়েছেন, তাঁরা ভোটে অংশ নিচ্ছেন না। তাঁদের সব নেতাই প্রায় জেলে। সম্প্রতি জম্মুর রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হলেও কাশ্মীরে ধাপে ধাপে দেওয়া হবে বলে জানানো হয়েছে।