Tuesday, November 11, 2025

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

Date:

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরি-সহ নানা উপহার দেওয়ার পরে সোমবার, উত্তরকন্যায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বড়  ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরের ভূমিকন্যার সম্মানে তাঁর নামে চাঁদমনি টি এস্টেটের ২৭ একর জমিতে তৈরি হবে ক্রিকেট স্টেডিয়াম (Cricket Stadium)- ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ঘোষণায় উত্তরবঙ্গের ক্রীড়া মহলে আনন্দের জোয়ার। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে রিচা ও তাঁর পরিবার।

এদিন উত্তরকন্যায় প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, “মাত্র ২২ বছর বয়সে রিচা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। আমাদের নেতারা তাঁর শহরে তাঁর জন্য একটি বিশাল সংবর্ধনার আয়োজন করেছেন। সিএবি তাদের সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা রিচাকে সম্মানিত করেছি। কিন্তু তাঁর উদ্দেশ্যে আমি একটি স্টেডিয়াম তৈরি করতে চাই, এখানে একটি ক্রিকেট স্টেডিয়াম (Cricket Stadium) করব। প্রায় সাতাশ একর জমি আছে চাঁদমারি বাগানে। আমি মেয়রকে বলব ওটা একটা ক্রিকেট স্টেডিয়াম করতে। এই ক্রিকেট স্টেডিয়ামটির নাম হবে ‘রিচা ক্রিকেট স্টেডিয়াম’। ভবিষ্যতেও মানুষ যেন তাঁর পারফরম্যান্স মনে রাখে এবং অনেকেই যাতে অনুপ্রাণিত হন তাই এই পরিকল্পনা করা হচ্ছে।“
আরও খবরঅচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

প্রথমবার বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা দল। বিশ্বকাপ জেতার পরেই মুখ্যমন্ত্রী রিচাকে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন। এছাড়া রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশে চাকরিও দেওয়া হয়েছে। শনিবার কলকাতায় ইডেন গার্ডেনে রিচাকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সম্মানিত করে সিএবি ও রাজ্য সরকার। পাশাপাশি, রিচা ঘোষের নামে ইন্ডোর স্টেডিয়ামে একটি স্ট্যান্ড গড়তে চলেছে শিলিগুড়ি পুরসভা।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version