Thursday, November 13, 2025

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে (Blast) ১০ জনের মৃত্য হয়েছে। আহত ৩০ জনেরও বেশি। তাদের মধ্যে অনেকের অবস্থা জনক বলে খবর। দিল্লির ভয়াবহ বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

সোমবার সন্ধেয় লাল কেল্লা (Red Fort) মেট্রো স্টেশনের বাইরে ভয়াবহ বিস্ফোরণ (Blast) হয়। মুহূর্তে আগুন ধরে যায় দাঁড়িয়ে থাকা পাঁচ-ছটি গাড়িতে। তীব্র বিস্ফোরণের শব্দ সঙ্গে আগুনে এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে দমকল বাহিনীর পাশাপাশি পৌঁছয়ে এনএসজি-এনআইএ। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বেশ কয়েকটি রাজ্যে।

এই ঘটনায় শোক প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, “দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাকরুদ্ধ, শোকাহত। যাঁরা প্রিয়জনকে হারালেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। এই ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করি।”

তাৎপর্যপূর্ণভাবে এদিন দিল্লির অদূরে ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। মিলেছে একাধিক পিস্তল ও একে ৪৭ রাইফেল। বিস্ফোরণের সঙ্গে এই ঘটনার যোগ আছে কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বিষয়ে ইতিমধ্যেই (Narendra Modi) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে জরুরি কথাবার্তা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version