Thursday, January 1, 2026

যাদবপুরে সিপিএমের বুক স্টলে আকর্ষণের কেন্দ্রে বুদ্ধদেবের “স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা”

Date:

Share post:

মহাষ্টমীতে তিলোত্তমায় তিল ধারণের জায়গা নেই। অভিনব মণ্ডপ-প্রতিমা, আলোর মেলা, রকমারি পোশাকে আট থেকে আশি উৎসবে মজে। তখন কিছুটা ব্যতিক্রমী যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড চত্বর। এখানে সিপিএমের বুক স্টল ঘিরে মানুষের আগ্রহ তুঙ্গে। মার্কসীয় ও শিশু প্রগতিশীল সাহিত্য সম্ভারের এই বুক স্টলে আকর্ষণের কেন্দ্রবিন্দু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-এর লেখা “স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা” শীর্ষক বইটি। অসুস্থ শরীর নিয়েই বইটি লিখেছেন বুদ্ধবাবু।

তবে সিপিএমের বুক স্টল হলেও শুধু রাজনৈতিক বই নয়, সবরকম সাহিত্য, বিশেষত শিশু সাহিত্যের দারুণ সম্ভার রয়েছে এখানে। তাই সিপিএম সমর্থন নয়, কিন্তু একজন বইপ্রেমী হিসেবেও অনেক মানুষ ভিড় জমাচ্ছেন স্টলটিতে। তাঁদের বক্তব্য, সোশ্যাল মিডিয়ার যুগেও বই সংস্কৃতি ভালো লাগে বলে এখানে এসেছেন তাঁরা।

এই স্টলের বইগুলির মধ্যে মূল আকর্ষণ অব্যশই বুদ্ধদেব ভট্টাচার্য-এর স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা, এছাড়াও যে বইগুলি নজর কেড়েছে তার মধ্যে অন্যতম অনিন্দ্য ভুক্ত-এর
“ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন”, “নতুন চিঠি” নিরুপম সেন সংখ্যা, শুভেন্দু মজুমদারের “অগ্নিযুগের চিঠি”, সুজন চক্রবর্তীর “মুখ্যমন্ত্রীকেই বলছি” ইত্যাদি। এছাড়াও রয়েছে সন্দেশ: সেরা উপন্যাস সংকলন, সন্দেশ: সেরা গল্প সংকলন, সুকান্ত সমগ্র।

রয়েছে আশাপূর্ণ দেবী, বুদ্ধদেব গুহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নামকরা লেখকের বই। যার সঙ্গে দূর দূর পর্যন্ত রাজনীতির কোনও সম্পর্ক নেই।

এদিন বুক স্টলে এসেছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।
বুদ্ধদেব ভট্টাচার্য-এর লেখা “স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা” বইটি কোন আঙ্গিকে লেখা, সে বিষয়ে বিশদে জানান তিনি। যাদবপুরে গবেষণা করা এক প্রবাসী মার্কিনিকে দেখা গেল বেশ কিছু বই কিনতে। সব মিলিয়ে উৎসবের আমেজেও জমজমাট যাদবপুরে সিপিএমের বুক স্টল।

spot_img

Related articles

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস: গণতন্ত্র রক্ষায় শুভেচ্ছা বার্তা দলনেত্রী ও অভিষেকের

রাজ্যের বিভিন্ন প্রান্তে ১ জানুয়ারি উদযাপিত তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতিষ্ঠা বার্ষিকীর সকালে সম্মান ও...

প্রথা মেনে উদযাপিত কল্পতরু উৎসব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

১ জানুয়ারি বাঙালির কাছে কল্পতরু উৎসবের সঙ্গে সমার্থক। কাশিপুর উদ্যানবাটি থেকে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কামারপুকুর ভোর থেকে ভক্ত...

প্রতিষ্ঠা বার্ষিকীর সঙ্গে ভোটের প্রস্তুতি: বর্ষ শুরুতে পরিকল্পনা তৃণমূলের

নতুন বছরের শুরুর সঙ্গেই নতুন সূচনা বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের। মধ্যরাতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের (Foundation Day) মধ্যে দিয়ে...

শুদ্ধ শহরে জল খেয়ে মৃত ৭: কোথায় ক্ষতিপূরণ, প্রশ্নেই মেজাজ হারালেন বিজয়বর্গীয়

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা। তারপরেও সেখানেই শুধুমাত্র সরকারি পরিষেবার পানীয় জল খেয়ে অসুস্থ সাধারণ মানুষ। মৃত্যু হয়েছে...