সফল অস্ত্রোপচার, তবে ৫ মাস ক্রিকেটের বাইরে হার্দিক

চোটের জন্য এবার বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হবে টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। কোমরের চোট সারাতে লন্ডনের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ মতোই এবার অস্ত্রোপচার করালেন হার্দিক। তবে অস্ত্রোপচার সফল হলেও তাঁকে ৫ মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হবে বলেই মনে করছেন চিকিৎসকরা।

গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ চলাকালীন প্রথমবার পিঠের নিচের দিকে চোট অনুভব করেন ২৫ বছর বয়সী অলরাউন্ডার। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের মাঝ পথেই মাঠ ছাড়তে হয় তাঁকে। পরে আইসিসি ওয়ার্ল্ড কাপের সময় জাতীয় দলের ফিরে আসেন পান্ডিয়া। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বিশ্রাম দেওয়া হয় তাঁকে।

Previous articleদুর্গাদর্শনে ক্যান্সার ও লিউকোমিয়া আক্রান্ত শিশুরা
Next articleযাদবপুরে সিপিএমের বুক স্টলে আকর্ষণের কেন্দ্রে বুদ্ধদেবের “স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা”