আলুওয়ালিয়ার ছবিতে অস্বস্তিতে আসানসোলের মেয়র

দুটি ছবি এখন বর্ধমান জেলায় ভাইরাল। একটি পুজো উপলক্ষ্যে শাড়ি উপহার দিচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিম বর্ধমানের সাংসদ এসএস আলুওয়ালিয়া। অন্যদিকে আর এক অনুষ্ঠানে আসানসোলের মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিকে এক অনুষ্ঠানে পা ধুইয়ে দিচ্ছেন মহিলারা। এই দুই ছবি পাশাপাশি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে জেলা জুড়ে। ঘটনার পরিপ্রেক্ষিতে জিতেন্দ্র বলছেন, ওটা ছিল একটি অনুষ্ঠানের রীতি। অন্যদিকে আলুওয়ালিয়া বলেছেন, এটাই হল সংস্কৃতির ফারাক। মানুষ দেখুন এবং বুঝুন। কাকে গ্রহণ করবেন ও কাকে বর্জন করবেন? সব মিলিয়ে পুজোর মধ্যে দু’পক্ষের আকচা-আকচি তুঙ্গে।