বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য ফের উন্মুক্ত জম্মু-কাশ্মীর

বৃহস্পতিবার অর্থাৎ 10 অক্টোবর থেকে পর্যটকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে কাশ্মীর উপত্যকা। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও তা আর ভূস্বর্গের নৈসর্গিক দৃশ্য আস্বাদন করার পথে বাধা হবে না। গত 5 অগাস্ট 370 ধারা রদ ও জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষিত হওয়ার পর থেকেই পর্যটকদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর দুমাস ধরে পর্যটনে নিষেধাজ্ঞা বলবৎ ছিল। অবশেষে রাজ্যপাল সত্যপাল মালিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে পর্যালোচনা করার পর পর্যটনে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।