Friday, May 16, 2025

রাইটসের সুপারিশ মেনে বাস সহ ভারী যান চলাচল বন্ধ ছিল আগেই। এবার সেতুটি ভেঙে ফেলার নিদান দিল মুম্বইয়ের এক বিশেষজ্ঞ সংস্থা। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে বুধবার, নবান্নে রিপোর্ট জমা পড়েছে। তাতে বলা হয়েছে, টালা ব্রিজের যা অবস্থা তাতে, মেরামতি নয়, ভেঙে নতুন করে গড়তে হবে।

এর আগে আরেক বিশেষজ্ঞ সংস্থা রাইটস ব্রিজ পরীক্ষা করে জানায়, অবিলম্বে ভারী যান চলাচল বন্ধ না হলে মাঝেরহাট ব্রিজের মতো দুর্ঘটনা ঘটতে পারে। তার পরেই বাস সহ ভারী গাড়ি চলাচল বন্ধ করা হয়। তখনই সিদ্ধান্ত হয়েছিল আরও একটি সংস্থা দিয়ে পরীক্ষা করে দেখা হবে, ব্রিজটি ভেঙে ফেলার প্রয়োজন কি না। মুম্বইয়ের সেই সংস্থাই এদিন রিপোর্ট জমা দেয়। সেতু ভাঙার পরামর্শই দিয়েছে তারা। এই বিষয়ে শনিবার বৈঠক করা হবে। তারপরেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

পঞ্চমীর দিন টালা ব্রিজ পরিদর্শন করেছিলেন ব্রিজ বিশেষজ্ঞ ভিকে রায়না। তাঁর দেওয়া এই রিপোর্ট এবার খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে আগামী ১২ অক্টোবর নবান্নে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। এই বৈঠকেই ব্রিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে। ব্রিজ ভেঙে ফেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ১২ অক্টোবরের বৈঠকে। সেখানেই টালা ব্রিজ-এর ভবিষ্যৎ নির্ধারণ হবে।

আরও পড়ুন-কলকাতা পুরভোটে এগিয়ে তৃণমূল

 

Related articles

বাগানে আম কুড়োতে গিয়ে পিটিয়ে খুন কাঁচরাপাড়ার নাবালক!

আম কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি, নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে। নৈহাটির (Naihati) শিবদাসপুর এলাকার এই ঘটনায়...

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ...

গরম থেকে সাময়িক স্বস্তি, প্রাক-বর্ষার বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গ

আন্দামান-নিকোবরে বর্ষা (Monsoon season) ঢুকতেই বাংলা জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি ভেজা সম্ভাবনা জোরালো হয়ে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore...

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...
Exit mobile version