Thursday, November 13, 2025

ওদের বিশ্বাস, দুর্গা নারী বলেই তাঁকে আঘাত করেননি মহিষাসুর

Date:

দেবতারা প্রতারক। মহিষাসুরের শৌর্য, বীর্যের সঙ্গে এঁটে উঠতে না পেরে মা দুর্গার মত এক নারীকে যুদ্ধে পাঠান তাঁরা। যুদ্ধে যেহেতু নারীকে আঘাত করা বীর মহিষাসুরের কাছে নীতিবিরুদ্ধ কাজ ছিল, তাই তিনি পরাজিত হন। এমনই মনে করেন গ্রাম বাংলার সেইসব আদিবাসী জনজাতির মানুষরা, যাঁদের কাছে মহিষাসুর পরাক্রমশালী, নীতিবান এক ট্র্যাজিক নায়ক। হুদুরদুর্গার পূজারী সেইসব মানুষদের বাস বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন আদিবাসী মহল্লায়, যাঁরা নিজেদের মনে করেন মহিষাসুরের বংশধর!

প্রতি বছর এই সময়ে চলে আদিবাসীদের দাসাই পরব, চলে অনার্য দেবতা হুদুরদুর্গা মহিষাসুরকে সম্মান জানিয়ে পুজো, ধামসা-মাদলের তালে তালে নাচগান। তবে এই পরব আদতে শোকের উৎসব, যেখানে আর্যদের হাতে অনার্য দেবতা হুদুরদুর্গাকে কৌশলে নিধন করার শোক উদযাপিত হয়। দশমী পর্যন্ত চলে আদিবাসীদের এই মহিষাসুর পুজো।

প্রথাগত হিন্দু ঐতিহ্যে যতই দুর্গা ও দেবতাদের জয়গাথা গাওয়া হোক, মহিষাসুরের বংশধর পরিচয় দেওয়া আদিবাসী সমাজের মতে এক প্রকৃত বীর যোদ্ধাকে জোর করে হারানো হয়েছিল। তাঁদের মতে, মহিষাসুরকে বাকি সমাজ ভিলেন বলে দেখাতে চাইলেেও তিনি ছিলেন নীতিনিষ্ঠ। যুদ্ধে কোনও নারী বা শিশুকে তিনি আঘাত করতেন না। তাই তাঁকে মারতে দেবতারা পাঠান দুর্গাকে, আর নারীকে আঘাত করবেন না বলে পরাজয় বরণ করেন বীর মহিষাসুর।

আরও পড়ুন-টালাব্রিজ ভাঙার সুপারিশ, কী হবে ভবিষ্যত?

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version