স্বাস্থ্য-আয়ুর সূচকে ভারত পৃথিবীতে ১২৮ নম্বরে!

পৃথিবীর ১৪১টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল ৫৮। কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের আন্তর্জাতিক সূচকে ভারতের স্থান এখন ৬৮। অর্থাৎ ১০ ধাপ নিচএ নামল আমাদের দেশ। ১২টি বিষয়কে সামনে রেখে ১০৩টি সূচক মেপে এই তালিকা তৈরি হয়। সবচেয়ে শঙ্কার বিষয় হল, স্বাস্থ্য ও আয়ুর ক্ষেত্রে ভারত ১৪১টি দেশের মধ্যে রয়েছে ১২৮ নম্বরে। সেই জায়গায় ভারতকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, তুরস্ক। তবে ভারত তার প্রতিবেশী দেশগুলির চাইতে এগিয়ে। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের এক্সিকিউটিভ চেয়ারম্যান ক্লস শোয়েব জানান, আর্থিক পরিকাঠামো, দক্ষতা, গনেষণা ও পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে আনার প্রশ্নকে সামনে রেখেই এই তালিকা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় পিছিয়ে গিয়েছে আমেরিকা। এক নম্বরে সিঙ্গাপুর। ২৮তম স্থানে চিন।

Previous articleনস্টালজিক ২৪ অক্টোবর শুরু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথচলা
Next articleসিরিয়ায় সামরিক অভিযান তুরস্কের, বোমা বর্ষণে মৃত ২০