টালা ব্রিজ বাঁচাতে গিয়ে আইসিইউ-র পথে বেলগাছিয়া ব্রিজ

রাইটসের সুপারিশ মেনে টালা ব্রিজে বন্ধ হয়েছে ভারী যান চলাচল। বাস, লরি ঘোরানো হচ্ছে পাইকপাড়া দিয়ে। এর জেরে চাপ বেড়েছে বেলগাছিয়া ব্রিজের উপর। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি। বেলগাছিয়া ব্রিজের ওপর যে আস্তরণ দিয়ে রাস্তা করা আছে, তা অবিলম্বে তুলে ফেলতে হবে। না হলে ওই ব্রিজের বহন ক্ষমতা কমে ও ক্ষয়ে যাবে। এমন যন্ত্র দিয়ে তুলতে হবে যাতে, ব্রিজের কোনও ক্ষতি না হয়। পাশাপাশি, বহন ক্ষমতাও না কমে। নজর রাখতে হবে ভাইব্রেশন কমানোর দিকেও। আগামী এক মাসের মধ্যে এই কাজ করতে হবে। না হলে, একটি সেতুর স্বাস্থ্য ফেরাতে গিয়ে আইসিইউ-তে যেতে হবে বেলগাছিয়া ব্রিজকে।

আরও পড়ুন-মমতার আমন্ত্রণে সপরিবারে পুজো কার্নিভালে যাবেন রাজ্যপাল

 

Previous articleমমতার আমন্ত্রণে সপরিবারে পুজো কার্নিভালে যাবেন রাজ্যপাল
Next articleযাদবপুর কাণ্ডের জের, লস অ্যাঞ্জেলেসে এমআরআই বাবুলের