উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে ৯০টি বিরল প্রজাতির কচ্ছপ-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের যৌথ দল।

শুক্রবার সকালে ঠাকুরনগর বাজার থেকে প্রভাস বিশ্বাস (৬০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে জানার চেষ্টা চলছে, কোথা থেকে কীভাবে কচ্ছপগুলি এলো। এই অবৈধ কারবারের সঙ্গে আর কারা যুক্ত আছে, সেটাও জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন-জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে ডায়েরি ঘিরে রহস্য
