Friday, November 14, 2025

বিরাট ব্যাটে যথার্থ সঙ্গত রাহানে-জাদেজার, ধাক্কা ঊমেশ-শামির

Date:

ব্যাটে বলে পুণেতে বিরাট রাজত্ব। পর্যুদস্ত প্রোটিয়রা। পাহাড় প্রমাণ রান ৪ উইকেটে ৬০১। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ভেঙে পড়ল ডুপ্লেসির দল। ঊমেশ আর শামির ঝোড়ো বোলিংয়ের জেরে দিনের শেষে তারা ৩ উইকেট হারিয়ে ৩৩ রান।

দ্বিতীয় দিনের খেলা শুরু হল যখন, তখন বিরাট ৬৩ রানে এবং রাহানে ১৭ রানে ব্যাট করছিলেন। কিন্তু ধৈর্যের পরীক্ষা দিয়ে ইনিংস গড়লেন বিরাট আর রাহানে। যখন মনে হচ্ছিল রাহানে বড় রানের দিকে এগোচ্ছেন। ঠিক তখনই ৫৯ রানের মাথায় ফিরলেন তিনি। তার আগে একবার রান আউট হতে হতে বেঁচে যান রাহানে। কোহলির সঙ্গে যোগ দেন জাদেজা। রান তোলার গতিও বাড়তে থাকে। জাদেজা ৮টি চার, দুটি ছক্কা দিয়ে ইনিংস সাজান। অন্যদিকে কোহলি ডবল করে ফেলেছেন। দ্রুত রান উঠতে থাকে। কিছুটা আগেই হয়তো কোহলি ডিক্লেয়ার করতেন। শুধু অপেক্ষা করছিলেন জাদেজার সেঞ্চুরির জন্যে। কিন্তু তুলে মারতে গিয়ে ৯১ রানে আউট হওয়ার পরেই ডিক্লেয়ার করলেন কোহলি। অধিনায়ক তখন নিজে ২৫৪ রানে অপরাজিত। একবার চান্স দেওয়া ছাড়া কোহলির ইনিংস ছিল কার্যত কপি বুক। ৩৩৬ বলের ইনিংস সাজালেন ৩৩টি চার আর দুটি ছক্কা দিয়ে। ব্যাট করতে নেমে ভারতের দুই পেস ব্যাটারির ধাক্কায় কুপোকাত দক্ষিণ আফ্রিকা। প্রায় এক বছর পর টেস্টে ফিরে ঊমেশ শুরুতেই ভয়ঙ্কর। প্রথম ওভারেই শূন্য রানে মাক্রমকে ফেরালেন ঊমেশ। পরের ওভারেই ঊমেশ ফেরালেন এডগারকে। শামি ফেরালেন টেম্বা বাভুমাকে। শামির বলে ড্রুমও প্যাভেলিয়নের পথ দেখতেন, যদি না স্লিপে মায়াঙ্ক তার ক্যাচ ফেলতেন। দেখার বিষয়, কালই প্রোটিয়রা ইনিংস ডিফিটের মুখোমুখি হয়, না চতুর্থ দিন গড়াবে ম্যাচ।

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...
Exit mobile version