চা শ্রমিকদের বোনাস ইস্যুতে হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালকে চিঠি

রাজ্যের চা শ্রমিকদের ২০ শতাংশ হারে পুজো বোনাসের দাবি নিয়ে পাহাড়ে অনশন চলছে। এদিকে আজ, শুক্রবার এবিষয়ে কলকাতায় শ্রমমন্ত্রী মলয় ঘটকের ডাকে একটি ত্রিপাক্ষিক বৈঠক রয়েছে। তারই মধ্যে এদিন বোনাস ইস্যুতে রাজ্যপালের হস্তক্ষেপ চাইলেন দার্জিলিংয়ের বিধায়ক নিরজ জিম্বা।

শ্রমিকদের দাবি পূরণ না হলে অপ্রীতিকর ঘটনা ঘটারও আশঙ্কাপ্রকাশ করেছেন তিনি। চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে অনশনে বসেছেন তৃণমূলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং। ষষ্ঠ দিনে পড়েছে তাঁর অনশন কর্মসূচি। চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও তা খারিজ করে দিয়েছেন তিনি। চা শ্রমিক থেকে মোর্চা নেতৃত্ব সকলেই এদিনের বৈঠকের দিকে তাকিয়ে।

আরও পড়ুন-এক রেজাওয়ানের মৃত্যু নিয়ে ঝড় তুলেছিলেন মমতা, আজকের বিরোধীরা অপদার্থ