আর নতুন তদন্ত নয়, এবার শুধুই দিল্লি থেকে পরামর্শ, চাপ কমাতে CBI-এর সিদ্ধান্ত

নতুন কোনও মামলার তদন্তভার CBI আর নিতে চাইছে না। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিবর্তিত নীতি, রাজ্যগুলির পুলিশ বিভাগকে জটিল মামলার তদন্ত ও নিষ্পত্তিতে ‘বিশেষ পরামর্শ’ দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এর ফলে তাদের ঘাড়ে নতুন মামলার চাপ যেমন আসবে না, তেমনই CBI-এর রুটিন খরচ অনেক কমবে।

রাজ্যে গিয়ে নতুন  মামলার তদন্ত না নিয়ে, দিল্লি থেকে পরামর্শ দেওয়ার পথে  এগোলে CBI-এর পদস্থ কর্তারা অনেক বেশি ভারমুক্ত থাকতে পারবেন৷ তবে  স্পর্শকাতর মামলার তদন্তভার নিতে CBI রাজি। বিভিন্ন রাজ্য সরকারের সুপারিশ এলে আগের মতই  তদন্ত চালাবে।৷ CBI-এর হাতে জমে আছে পুরোনো মামলার পাহাড়৷ সেই মামলার কিনারা করতে আরও কতদিন লাগবে জানা নেই। তাই CBI আর নতুন মামলা নিতেই চাইছে না। সূত্রের খবর,  নতুন নীতির ভিত্তিতে  চাপ কমানোর কাজ CBI শুরু করে দিয়েছে৷ পদস্থ এক কর্তা এই নতুন নীতি কার্যকর যে হচ্ছে, তা ব্যাখ্যা করে বলেছেন,

■ 2017 সালে CBI মোট 1076 টি মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল৷ এর মধ্যে ছিল 939 টি রেগুলার কেস ও 137টি প্রিলিমিনারি এনকোয়ারি।

■ 2018-তে CBI মোট 899টি মামলা রুজু করেছিলো। এর  মধ্যে রেগুলার কেস ছিল 765টি।  প্রিলিমিনারি এনকোয়ারি বা PE ছিল 134টি৷

■ 2019-এর 30 সেপ্টেম্বর পর্যন্ত 406টি রেগুলার কেস CBI রুজু করেছে।

এই পরিসংখ্যানেই স্পষ্ট হয়েছে CBI এখন নতুন নীতিতেই চলছে।

এক CBI কর্তার কথায়, “রাজ্যে রাজ্যে গিয়ে CBI-এর তদন্তে  যে পরিমাণ সময়, অর্থ ও লোকবল প্রয়োজন, তার থেকে অনেক কম সময়, খরচ ও লোকবলে দিল্লি থেকে পরামর্শ দিয়ে মামলার তদন্তকে নিষ্পত্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে৷” আন্তঃরাজ্য অপরাধগুলির নিষ্পত্তির ক্ষেত্রে একাধিক রাজ্য পুলিশের মধ্যে সংযোগ রক্ষাকারীর ভূমিকাই CBI পালন করবে।  রাজ্য পুলিশের বড় কর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠকও করবেন CBI আধিকারিকরা৷’

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleমেগা কার্নিভালের জন্য বন্ধ থাকছে যে রাস্তাগুলি