রাজ্যপাল রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন, পার্থ চট্টোপাধ্যায়

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল। সেই মন্তব্যের জবাব দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু বলেছেন, “রাজ্যপাল প্রতিদিনই একটু একটু করে রাজনৈতিক বক্তব্য পেশ করে তাঁর সীমারেখাকে অতিক্রম করছেন”। তিনি বলেছেন, “রাজ্যপাল তাঁর সাংবিধানিক পদ ভুলে এক রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন”।