শচীনকে টপকে একে বিরাট

0
3

একের পর এক রেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পুণে টেস্ট বিরাটের কাছে মেইল স্টোন হয়ে রইল। ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শচীন তেণ্ডুলকারের টেস্টে ব্যাটিং ছাড়িয়ে গেলেন। শচীনের রানের গড় ৫৩.৭৮। এই মুহূর্তে বিরাটের গড় ৫৪.৩৪। এখনও ভারতে এক নম্বর। আজ একইসঙ্গে শচীনকে দ্বিতীয়বার টপকালেন বিরাট। টেস্টে শচীনের সর্বোচ্চ রান ছিল ২৪৮ সেই রানও পেরিয়ে গেলেন অপরাজিত বিরাট। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে কোহলি ৪০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন। বিরাটের সামনে শুধু রিকি পন্টিংয়ের ৪১টি রয়েছে। যা পেরলে হবে নয়া আন্তর্জাতিক রেকর্ড।