পুলিশ হেফাজতে অনুব্রতর ভাই

চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে ধৃত বিজেপি নেতা সুমিতরঞ্জন মণ্ডলকে পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের খুড়তুতো ভাই সুমিতরঞ্জন মণ্ডলকে শুক্রবার বোলপুর থেকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়। গত জুলাই মাসের ২৯ তারিখে মল্লারপুরে এক ব্যক্তিকে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ দায়ের করেন। যদিও পুলিশ সূত্রে খবর সেই অভিযোগ পত্রে সুমিতরঞ্জন মণ্ডলের নাম ছিল না। তবে, ঘটনায় তিনি জড়িত বলে তদন্তে নেমে জানতে পারে পুলিশ। এরপরই শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার, সিউড়ি আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন – জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত না হলে নবান্ন অভিযানের হুমকি দিলীপের