Sunday, November 16, 2025

জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত না হলে নবান্ন অভিযানের হুমকি দিলীপের

Date:

পুজোর আনন্দের দিনগুলোতে যে পরিবারগুলো শেষ হয়ে গেল, যে পরিবারগুলিতে অন্ধকার নেমে এসেছে, যে মায়ের কোল খালি হয়েছে, তার দায় এই স্বৈরাচারী রাজ্য সরকারের। এদিন এমনই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর রাজ্যপাল জগদীপ ধনকরের পাশে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেন, “রাজ্যের এক মন্ত্রী বলছেন, রাজ্যপাল নাকি রাজনীতি করছেন। আমি বলি, রাজ্যপাল মুক ও বধির হয়ে যাবে ভেবেছেন। দায়িত্বে থেকে কাজ করবেন না। কথা বলবেন না?”

তিনি আরও বলেন, “পুজোর সময় আমার ভেবেছিলাম, কোনও রাজনৈতিক কর্মসূচি পালন করব না। কিন্তু বাধ্য হলাম। যে নৃশংস হত্যাকাণ্ড চলছে, আর চুপ থাকা যায় না। গোটা এলাকায় ভয়ের পরিবেশ। আমি ছিলাম ওখানে। কেউ কোনও কথা বলতে পারছেন না।”

আরও পড়ুন – বিজেপির ধর্ণা মঞ্চ থেকে বুদ্ধিজীবীদের তুলধোনা

এরপরই রাজ্য বিজেপি সভাপতি বলেন, “রিজওয়ানুরকে নিয়ে রাজনীতি কেউ ভুলে যায়নি। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, আমরা কিছু বলতে পারবো না? রাজ্যে গণতন্ত্র নেই। মানুষের জীবন বিপন্ন। আমরা আন্দোলন করব। আমরা অন্যায় মুখ বুজে সহ্য করব না। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, একমাসের মধ্যে নবান্ন অভিযান করব। লালবাজার ঘেরাও করব। মানুষ আমাদের ভোট দিয়েছেন। মানুষের প্রতি আমরা দায়বদ্ধ।”

এখানেই থেমে থাকেনি দিলীপ ঘোষ। সুর চড়িয়ে তিনি বলেন, “এই স্বৈরাচারী সরকারকে গঙ্গার জলে ফেলে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। পুলিশ এখন দলদাস। সকাল থেকে তৃণমূল নেতাদের কথায় চলে। মিথ্যা মামলা দিচ্ছে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে। পুলিশের কোমর ভেঙে গিয়েছে। প্রশাসনিক বৈঠকের নামে প্রকাশ্যে পুলিশের বড় কর্তাদের সকলের সামনে চমকাচ্ছে, ধমকাচ্ছে। তাই এদের দেখে ছিঁচকে চোরও ভয় পায় না।”

বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “এই রাজ্যের বুদ্ধিজীবীরা বুদ্ধি বিদ্যা বিসর্জন দিয়েছে। পাজামা-পাঞ্জাবি পরা আর কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে হাঁটা বুদ্ধিজীবীদের চোখের জল কি শুকিয়ে গেছে?”

আরও পড়ুন – জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের তদন্ত সঠিক পথে হচ্ছে না, দাবি ভারতীর

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version