টালা ব্রিজ ভাঙার আগে ম্যাপিং-এর সিদ্ধান্ত

জীর্ণ টালা ব্রিজের ভাঙার আগে ম্যাপিং-এর সিদ্ধান্ত নিল পূর্ত দফতর। 9 দিনের মধ্যে ম্যাপিং শেষের নির্দেশ দিয়েছে পূর্ত দফতর। ব্রিজের তোলা দিয়ে গিয়েছে গ্যাস ও জলের পাইপ লাইন। সেই কারণে সেতুর ভূগর্ভস্থ ম্যাপিং করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ত দফতরের থেকে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়। শনিবার, টালা ব্রিজের ভবিষ্যত নিয়ে নবান্নে বৈঠকের কথা থাকলেও, ছুটির কারণে তা বাতিল হয়।

বি টি রোডের উপর টালা ব্রিজ ভাঙা হবে কি না সেই সিদ্ধান্ত এখনও হয়নি। তবে, টালা ব্রিজ সংলগ্ন প্রায় সাড়ে ১২ হাজার স্কোয়ার মিটার এলাকা জুড়ে মাটির নীচের ম্যা পিং করা হবে। এ বিষয়ে পূর্ত দফতর বিজ্ঞপ্তি জারি করে দরপত্র চেয়েছে। প্রথম পর্যায়ের কাজের জন্যর ২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ভূগর্ভস্থ পয়ঃপ্রণালী, গ্যা স বা বিদ্যুৎ-এর পাইপলাইন বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ম্যােপিং করে সাতদিনের মধ্যো প্রথম পর্যায়ের রিপোর্ট দিতে হবে।

আরও পড়ুন – বেহাল টালা ব্রিজ, রাজ্যের অনুরোধে অতিরিক্ত মেট্রো ও চক্ররেল

Previous articleমান্নান কার্নিভালে যাওয়ায় বেদম চটে কংগ্রেস কর্মীরা
Next articleমোদি-শি বৈঠকের নির্যাস এক নজরে