সম্মান বাঁচিয়েও ফলো অন রুখতে পারল না দক্ষিণ আফ্রিকা

দুপুরে যতখানি বেসামাল লাগছিল, দিনের শেষে সামাল দিলেও ফলো অন এড়াতে পারল না দক্ষিণ আফ্রিকা। ৬৩/৩ স্কোর নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়। ৭৫/৫, ১৩৬/৬, ১৬২/৮। সেখান থেকে ইনিংস শেষ হল ২৭৫ রানে। সৌজন্যে অধিনায়ক ডুপ্লেসির (৬৪) নাম অবশ্যই করতে হবে। তবে অভাবনীয়ভাবে ভারতীয় বোলারদের মোকাবিলা করে মুখরক্ষার রান করে গেলেন কেশব মহারাজ ও ফিল্যান্ডার। নবম উইকেটে তাঁরা জুড়লেন ১০৯ রান। ফিল্যান্ডার অপরাজিত রইলেন ৪৪ রানে। ৭২ রানে কেশব আউট হওয়ার পর ছিল নিয়মরক্ষার অপেক্ষা। দিনের শেষে ৩২৬ রানে এগিয়ে কোহলি ব্রিগেড।

প্রশ্ন, হাতে দু’দিন থাকায় কাল ফের ঘন্টাখানেক কোহলিরা রান তুলে ক্লান্ত প্রোটিয়দের ব্যাট করতে ডাকবেন? নাকি ফলো অনে ব্যাট করতে নামবে ডুপ্লেসিরা? দ্বিতীয় সম্ভাবনাই প্রবল। তবু কোহলি রোমাঞ্চে সব সম্ভাবনাই খোলা থাকছে। ভারতের বোলারদের মধ্যে একমাত্র ঈশান্তকে ফিরতে হল খালি হাতে। উইকেট ভাগ করে নিলেন অশ্বিন (৪), ঊমেশ (à§©), শামি (২), জাদেজা (à§§)।

আরও পড়ুন – শামি-ঊমেশের দাপটে বিপদে দক্ষিণ আফ্রিকা