Thursday, August 21, 2025

আইলিগ(Ileague) চ্যাম্পিয়ন কে। এই নাটক ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে। চার্চিলকে (Churchill Brothers)চ্যাম্পিয়ন করে ট্রফি তুলে দিলে, ২৪ ঘন্টার মধ্যেই সেই ট্রফি ফেরত চাইতে হচ্ছে ফেডারেশনকে(AIFF)। ভারতীয় ফুটবল সংস্থার তরফে চার্চিলের কাছে চিঠি দিয়ে ট্রফি ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও চার্চিলের তরফে এখনও পর্যন্ত কোনওরকম উত্তপ দেওয়া হয়নি। কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের(CAS) তরফে ট্রফি দেওয়ার ওপর স্থগিতাদেশ জারি হওয়ার পরই এমন ট্রফি ফেরত চাইল ফেডারেশন। এখনও পর্যন্ত চার্চিলের(Churchill Brothers) তরফে কোনওরকম উত্তর দেওয়া হয়নি। তারই অপেক্ষায় ফেডারেশন।

এবারের আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা নিয়ে শুরু থেকেই নানান জটিলতা দেখা দিয়ছিল। শেষপর্যন্ত আপিল কমিটি ইন্টার কাশিকে(Interkashi) নয়, চার্চিল ব্রাদার্সকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে। এরপরই কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের দ্বারস্থ হয় ইন্টার কাশী(Inrerkashi)। সেখান থেকেই ট্রফি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়  আদালতের তরফে।

এখনই যাতে ট্রফি তুলে দেওয়া না হয় সেই নির্দেশ যেমন দেওয়া হয়েছে। তেমনই কাওকেই কোনওরকম পদক না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে আইলিগের ট্রফি তুলে দেওয়া হয়েছে ফেডারশনের তরফে। যদিও কোর্ট অব অ্যার্বিট্রেশন অব স্পোর্টসের নির্দেশ আসার পরই এবার নড়ে চড়ে বসেছে ফেডারেশন। শেষপর্যন্ত ট্রফিটা ফেরত আসে কিনা সেটাই দেখার।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version