বলিউডের উদাহরণ টেনে আর্থিক শ্রীবৃদ্ধির যুক্তি, বিবৃতি ফেরালেন আইনমন্ত্রী

আইনমন্ত্রীর সেট ব্যাক। আর্থিক শ্রীবৃদ্ধির পক্ষে বলিউডের উদাহরণ টেনে ঢাক পিটিয়ে তিনি শনিবার বিবৃতি দিয়েছিলেন। রবিবার ট্যুইট করে সেই বক্তব্য ফিরিয়ে নিলেন। বললেন, ‘একজন সংবেদনশীল মানুষ হিসাবে আমি আমার বক্তব্য ফিরিয়ে নিচ্ছি। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।’সেইসঙ্গে তিনি বিবৃতির কপিটিও ছেপেছেন।

দেশের আর্থিক মন্দা নিয়ে শনিবার রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন আমেরিকায় একটি সেমিনারে বলেন, ভারতের যে অবস্থা চোখে দেখা যাচ্ছে, প্রকৃত অবস্থা তার চেয়েও খারাপ। রাজনের বক্তব্যের পাল্টা বিবৃতি দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। ছুটির দিন। অথচ ওই দিনে সারা দেশে বলিউডের তিনটি ছবির টিকিট বিক্রি হয়েছে ১২০ কোটি টাকার। আর্থিক মন্দা থাকলে এই অবস্থা হয় নাকি! আইনমন্ত্রীর এই বক্তব্য ভাইরাল হয়। বলা হয় আইনমন্ত্রী হয়ে এমন উদ্ভট যুক্তি কেউ দিতে পারেন, ভাবা যায় না। বিজেপি মন্ত্রীরা অবশ্য এমন বিবৃতি দিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন। রবিশঙ্কর অবশ্য ক্ষমা চেয়ে বিতর্কে ইতি টানলেন।

Previous articleমা লক্ষ্মীর কাছে সকলের ভাল থাকার প্রার্থনা করলেন এনা
Next articleভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ির পাঁচিল