Wednesday, August 27, 2025

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সদ্য শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। মার আসার জন্য আরও এক বছর সকলকে অপেক্ষা করতে হবে। কিন্তু সেই আক্ষেপকে ভুলে বাঙালি মেতে উঠেছে কোজাগরীর আরাধনায়। আমজনতা থেকে সেলিব্রিটি কেউই মা লক্ষীকে ঘরে নিয়ে এসে পুজো করতে পিছপা হয়নি। এমনই এক সেলিব্রেটি কন্যা হলেন দেবলীনা কুমার, যিনি একাধারে মেয়র পরিষদ দেবাশিস কুমারের সুযোগ্য কন্যা, একাধারে নৃত্যশিল্পী বা মৃত্যু শিক্ষিকা। তবে এই মুহূর্তে দেবলীনার পরিচিতি ‘রঙ্গবতী’ হিসেবে।

পুজোর আগেই মুক্তি পেয়েছে বাংলা ছবি ‘গোত্র’। যার অন্যতম বিখ্যাত গান ‘রঙ্গবতী’-তে কোমর দোলাতে দেখা গিয়েছে দেবলীনাকে। সকলের কাছে এখন তাই তিনি ‘রঙ্গবতী’ হিসেবেই বেশি পরিচিত। আর ‘রঙ্গবতী’ দেবলীনা কোজগরীর আরাধনায় মেতেছেন।

তবে মনোহরপুকুর রোজে দেবলীনার বাড়িতেও দেখা মিলেছে থিমের বাহার। শিল্পী গৌরাঙ্গ কুইলা মণ্ডপ সাজিয়েছেন। পুজো প্রসঙ্গে দেবলীনা বলেন, বছরে একবার মা আমার বাড়িতে আসেন। তাই আমি চেষ্টা করি আমি যা যা খেতে ভালোবাসি বা আমরা যেভাবে থাকতে ভালোবাসি সেভাবেই মাকে রাখার এবং মাকে খেতে দেওয়ার। আমার খুব প্রিয় চকলেট, কুকিজ। তাই এইসব আমি মা লক্ষ্মীর জন্য বরাদ্দ রাখি প্রত্যেক বছর। এ বছরও তার অন্যথা হয়নি। এছাড়া ভোগের মধ্যে রয়েছে লুচি, ছোলার ডাল, ছানার কালিয়া পায়েস এবং তাওয়া পোলাও।’ দেবলীনা এবারে নিজে হাতে তৈরি করেছেন মিষ্টি। যার নাম দেওয়া হয়েছে ‘মিষ্টি কুমারী’। সব মিলিয়ে দেবলীনা কুমারের বাড়িতে কোজাগরীর আরাধনা জমে উঠেছে, তা বলাই যায়।

ছবি-প্রকাশ পাইন

আরও পড়ুন-পুজো কার্নিভালে গেলেন না কেন রাজীবকুমার?

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version