Sunday, November 2, 2025

সাধারণত কোনও ছবির কাজের তিনটি ভাগ হয়। প্রি-প্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন। কিন্তু লক্ষ্মী পুজোতে প্রি-প্রোডাকশন হয় কখনও শুনেছেন? না শুনলেও এমনটাই দাবি করেছেন অভিনেত্রী এনা সাহা। আর নিজের বাড়ির লক্ষ্মী আরাধনার আগের সমস্ত কাজ অর্থাৎ প্রি-প্রোডাকশন এনা নিজের হাতে করেন।

দুর্গাপুজো শেষের আক্ষেপ ভুলে যখন বাঙালিরা কোজাগরীর আরাধনায় মেতেছে, ঠিক তখনই তাতে গা ভাসিয়েছেন এনা সাহাও। বাড়ির বহু প্রচলিত কোজাগরীর আরাধনায় বাড়ির বড় মেয়ে রুপে দেখা দিয়েছে এনাকে। রীতিমত দাম-দর করে জিনিসপত্র কেনাকাটা করেছেন এনা। যদিও তারপরে সমস্ত কাজ অর্থাৎ ঠাকুর সাজানো থেকে ঠাকুরের ভোগ তৈরি করা, সমস্তটাই করেন এনার বাবা আর তাঁকে সাহায্য করেন এনার বোন। ছোট্ট মা লক্ষ্মী যেমন সুন্দরভাবে সেজে উঠেছেন, ঠিক তেমনি সবুজ জামদানিতে সেজেছেন অভিনেত্রীও।

লক্ষ্মী পূজা সম্পর্কে এনা বলেন, ‘আমি ছোট থেকে আমার বাড়িতে লক্ষ্মীপুজো হতে দেখেছি। তাই তার আবেগটাই আলাদা। আমি নিজে হাতে সমস্ত বাজার দোকানের কাজটা করে থাকি। বাকিটা বাবা সামলায়। সব মিলিয়ে দুর্গা পুজোর পরেই লক্ষ্মী পুজোতে আনন্দ উপভোগ করি।’ এর পাশাপাশি নিজের আসন্ন দক্ষিণী ছবি নিয়েও কথা বলেন এনা। তাঁর সংযোজন, ‘একটি দক্ষিণীছবি মুক্তি পেতে চলেছে। যেখানে গল্পটা আমাকে কেন্দ্র করে। ইতিমধ্যেই ছবির টিজার ও ট্রেলার লঞ্চ হয়েছে। সবাই খুব প্রশংসা করছে। তার জন্য ধন্যবাদ। আশা করব, এই ছবিটি সাফল্য পাবে।’

তবে মা লক্ষ্মীর থেকে কিছু বিশেষ চাননি এনা। কারণ, তিনি এখনও পর্যন্ত যা পেয়েছেন, তা মায়ের আশীর্বাদে পেয়েছেন বলে মনে করেন তিনি। তাই স্পেশাল কোনও চাওয়া নয়, সকলের ভাল থাকার প্রার্থনা করেছেন এনা সাহা।

ছবি-প্রকাশ পাইন

আরও পড়ুন-কোজাগরীর আরাধনায় ‘রঙ্গবতী’ দেবলীনা

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version