ভয়ঙ্কর বিস্ফোরণে ধ্বংসস্তূপ দোতলা বাড়ির একটি অংশ, মৃত কমপক্ষে ১৫

ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল আস্ত একটা দোতলা বাড়ির বিরাট অংশ। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন, গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া দোতলা বাড়িটির যে অংশটি ধ্বংসস্তূপ পরিণত হয়েছে, তার তলায় অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৌ জেলার মহম্মদাবাদ এলাকার ওয়ালিদপুরে। জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি ঘটেছে। সোমবার সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দোতলা বাড়ির একটা বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, দমকল বাহিনী ও উদ্ধারকারী দল।

আরও পড়ুন-জুয়ার ঠেক থেকে আটক ব্যক্তির মৃত্যু, ফাঁড়িতে আগুন লাগাল উত্তেজিত জনতা