চা খেতে খেতে জনসংযোগ দিলীপের

দুর্গাপুজো শেষ, শেষ হয়েছে কোজাগরী লক্ষ্মীপুজোও। এবার সব দলই তাদের রাজনৈতিক কর্মসূচিতে মন দিতে শুরু করেছে। সোমবার যেমন সকাল সকাল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কাদাপাড়া সংলগ্ন সুভাষ সরোবর এলাকায় “চায় পে চর্চা”র মাধ্যমে জনসংযোগ বাড়াতে রাজনীতির ময়দানে নেমে পড়লেন।

সেখানে হাজির হয়ে দলীয় কর্মীদের উষ্ণ অর্ভ্যথনা পান দিলীপ ঘোষ। পাশাপাশি, স্থানীয় কর্মীদের নিয়ে জনসংযোগ সারেন। রাজনীতির পাশাপাশি নেশামুক্তি, স্বচ্ছ ভারত, বৃক্ষরোপন-সহ একাধিক প্রধানমন্ত্রীর জনদরদি প্রকল্পকে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। নেতাদের সঙ্গে মঞ্চে ভাষণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও জননিবিড় সম্পর্ক স্থাপন করাই মূল লক্ষ্য। তার জন্যই এই ধরনের কর্মসূচি বলে জানান দিলীপ ঘোষ।

আরও পড়ুন-ধনতেরসের আগে সুখবর, কমছে সোনার দর

 

Previous articleধনতেরসের আগে সুখবর, কমছে সোনার দর
Next articleধর্মঘটে হিন্দুস্থান এ্যারোনটিকসের শ্রমিক সংগঠন