Monday, December 29, 2025

লক্ষ্মী পুজোর শুভলগ্নে জীবনের দ্বিতীয় ইনিংসের কথা জানালেন কাঞ্চনা

Date:

Share post:

‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে নায়িকা চারুকে সারাক্ষণ যন্ত্রণা দিতে দেখা যায় ঝুম্পাকে। কিন্তু ধারাবাহিকের ঝুম্পার থেকে বাস্তবে কাঞ্চনা মৈত্র অনেকটাই আলাদা। ধারাবাহিকের ঝুম্পা যতটা নেগেটিভ, বাস্তবের কাঞ্চনা মৈত্র ততটাই পজেটিভ। মা লক্ষ্মীর আরাধনায় এমনই বার্তা দিয়েছেন অভিনেত্রী।

মা দুর্গার বিদায়ের সুর যখন সকলকে নাড়া দেয়, তখন বাঙালি মেতে ওঠে মা লক্ষ্মীর আরাধনায়। আমজনতা থেকে সেলিব্রেটি সকলেই মা লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত হয়ে ওঠে। কাঞ্চনাও তার অন্যথা ঘটাননি। মা লক্ষীকে যেমন সুন্দরভাবে সাজিয়েছেন তিনি, তেমনই নিজেও সুন্দরভাবে সেজে উঠেছিলেন।

কোজাগরীর পুজো সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী জানান, ‘লক্ষ্মী পুজো আমার কাছে ভীষণ স্পেশাল। প্রত্যেক বছর এইভাবে মায়ের আরাধনা করে থাকি। সারা বছরের কাজের স্পিরিট পাই এই লক্ষ্মী পুজো থেকেই। তাই ভীষণ ভাল লাগছে।’ এখানেই থামেননি কাঞ্চনা মৈত্র। কোজাগরীর শুভলগ্নে তিনি জানিয়ে দিলেন যে, জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন আগামী বছর। অর্থাৎ বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন কাঞ্চনা মৈত্র।

এ প্রসঙ্গে তিনি জানান, ‘সমাজে যেভাবে নারীরা এখনও অবহেলিত হয়, তা খুবই নিন্দনীয়। তবে সব পুরুষদেরই আমি খারাপ বলব না। আমার বাবা, দাদা এবং আমার হবু জীবনসঙ্গী তাঁরা কেউই খারাপ নন। তাই ভাল-খারাপ মিশিয়ে পৃথিবী। তবে খারাপটা একেবারে নির্মূল হয়ে যেদিন সকলে মেয়েদের সম্মান করবে, সেদিনই আসল নারী শক্তির আরাধনা হবে।’ সব মিলিয়ে ‘সাঁঝের বাতি’-র ঝুম্পা ওরফে কাঞ্চনা মৈত্রর বাড়ির লক্ষ্মীপুজো একেবারে জমে উঠেছিল, তা বলাই যায়।

ছবি- প্রকাশ পাইন

spot_img

Related articles

আরাবল্লির নতুন সংজ্ঞাতে ‘না’! আগের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লির নতুন সংজ্ঞা এখনই কার্যকর হচ্ছে না বলে আগের নির্দেশ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)।...

টেস্ট দলের নতুন কোচ ভিভিএস লক্ষ্মণ! গুঞ্জন নিয়ে মুখ খুলল BCCI 

লাল বলে ভারতীয় দলের ধারাবাহিক ব্যর্থতার পর কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ভারতীয় টেস্ট দলের কোচের পথ থেকে...

বাংলাদেশের পাঠ্যবই থেকে বাদ পড়ল মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ শিরোপা

মুক্তিযুদ্ধের সব স্মৃতি মুছতে চাইছে বাংলাদেশের তদারকি সরকার। 'জাতির পিতা'-র পরে এবার 'বঙ্গবন্ধু' শব্দটিও বাদ দেওয়া হল মুজিবুর...

বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশী নেতার কুমন্তব্যের তীব্র বিরোধিতা ISF নেতা নওসাদের, শাস্তির দাবি

রাজনৈতিক মতবিরোধ আছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রতি বাংলাদেশের নেতার কুমন্তব্য কোনও মতেই মেনে নেওয়া যায় না।...