Monday, November 10, 2025

নোবেলের ১১৮ বছরের ইতিহাসে অভিজিৎ-এস্থার ষষ্ঠ স্বামী-স্ত্রী জুটি

Date:

স্বামী-স্ত্রীর একসঙ্গে নোবেলপ্রাপ্তি নোবেল ইতিহাসে কিছুটা বিরল বইকি। তবে এ বছর সত্যিই ব্যতিক্রম। মেডিসিনে অর্থাৎ চিকিৎসাশাস্ত্রেও স্বামী-স্ত্রী নোবেল পেয়েছেন। অভিজিৎ-এস্থা তাই বছরের দ্বিতীয় কাপল। তবে নোবেলের ১১৮ বছরের ইতিহাসে এই ঘটনা বিরলতম।

স্বামী-স্ত্রী একসঙ্গে প্রথম নোবেল পান মারি কুরি ও পিয়েরে কুরি। বিজ্ঞানে পোলোনিয়ান আর রেডিয়াম আবিষ্কার তাঁদের হাত দিয়েই। সেটা ১৯০৩ সাল। আর মেরি হলেন প্রথম মহিলা নোবেল বিজেতা। কুরি পরিবারকে সকলে নোবেল পরিবার বলেই ডাকতেন। কারন, কুরি-কন্যা ইরেনে জোলিওট কুরি আর তার স্বামী ফ্রেড্রিরিখ জোলিওট ১৯৩৫ সালে নোবেল পেলেন একসঙ্গে। তাঁরাও বিজ্ঞানে পেলেন পৃথিবী সেরা পুরস্কার। তাঁদের পুরস্কারপ্রাপ্তির বিষয় ছিল নিউ রেডিও অ্যাক্টিভ আইসোটপস। তবে নোবেলের ইতিহাসে মা-মেয়ের প্রাপ্তি সেই প্রথম এবং শেষ।

জার্টি থেরেসা কোরি তৃতীয় মহিলা হিসাবে নোবেল পেলেন ১৯৪৭ সালে। আর প্রথম মহিলা যিনি পেলেন মেডিসিনে এই পুরস্কার। ফিজিওলজিতে স্বামী কার্ল ফার্দিনান্দ কোরির সঙ্গে নোবেল জয়। বিষয় ক্যটালিটিক কনভারসন অফ গ্লাইসোজেন।

একসঙ্গে না পেলেও সুইডেনের সমাজতাত্ত্বিক রাজনীতিবিদ আলভা মিরডাল ও তাঁর স্বামী গুনার মিরডাল নোবেল পেয়েছিলেন। ১৯৮২ সালে গুনার পান নোবেলে শান্তি পুরস্কার। আর ১৯৭৪ সালে আলভা পান অর্থনীতিতে নোবেল।

আর এ বছর ২০১৯-এ মাত্র কয়েক দিন আগেই নোবেল ঘোষণায় নাম উঠে এসেছে নরওয়ের দম্পতি মেরি ব্রিট মোজার ও এডওয়ার্ড মোজার। তাঁরাও পেয়েছেন মেডিসিনে। সঙ্গে ছিলেন আর এক বিজ্ঞানী জন ও কিফি। তাঁদের আবিষ্কার মানুষের মস্তিষ্কে জিপিএস। যেটা নেভিগেটারের কাজ করে। ভবিষ্যতে অ্যালঝাইমার রোগ সারাতে যা কাজে দেবেবলে আশা।

এবং অর্থনীতিতে অভিজিৎ, এস্থার আর ক্রেমার। অভিজিৎ-এস্থা স্বামী স্ত্রী। তবে এস্থা অভিজিতের দ্বিতীয় স্ত্রী। ২০১৫ সালে অভিজিতের বিবাহ বিচ্ছেদের পর এস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version