পরিবর্তিত পরিস্থিতি ! বহু বছর পর ইন্ডোরে সভা করার অনুমতি পেল সিপিএম

‘পরিবর্তিত’ রাজনৈতিক পরিস্থিতির সুবিধা পেলো সিপিএম। বহু বছর পর নেতাজি ইন্ডোরে সভা করার অনুমতি পেল আলিমুদ্দিন। আগামী 17 অক্টোবর, ভারতে কমিউনিস্ট পার্টি গঠনের শততম বর্ষ পালন করবে সিপিএম ওই নেতাজি ইন্ডোরেই।

রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর এক-আধবার নেতাজি ইন্ডোরে সভার অনুমতি পেয়েছে বামেরা, তাও বিস্তর কাঠখড় পুড়িয়ে।

এবারও শততম প্রতিষ্ঠা বার্ষিকীর সভা নেতাজি ইন্ডোরে করতে চেয়ে রাজ্যের কাছে আবেদন করলেও আলিমুদ্দিন কিন্তু প্রথমে অনুমতি পায়নি। ঝুঁকি না নিয়ে দক্ষিণ কলকাতার ‘উত্তীর্ণ’ বুক করেছিলো। সেখানেই ইয়েচুরি, সূর্যকান্ত, বিমান বসুদের নিয়ে সভা হবে বলে ‘গণশক্তিতে’ জানিয়েও দেয় সিপিএম। সেই পরিস্থিতিতে সোমবার রাজ্যের তরফে নেতাজি ইন্ডোরে সভার অনুমতি দেওয়া হয় সিপিএমকে। সঙ্গে সঙ্গে ‘উত্তীর্ণ’ বাতিল করে ইন্ডোরেই সভার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। অনেক দিন পরে সিপিএমকে নেতাজি ইন্ডোরে সভা করার এই অনুমতি রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। 17 অক্টোবরের এই সভায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ পালনের সূচনা করতে চলেছে সিপিএম। তবে সভায় সিপিআই, কংগ্রেস বা অন্য কোনও কমিউনিস্ট দলকে আমন্ত্রণ করছে না আলিমুদ্দিন স্ট্রিট।

Previous articleঅবশেষে কিনারা! জিয়াগঞ্জ কাণ্ডে বন্ধুপ্রকাশের পরিচিত জালে
Next articleপোষ্য-ক্রেশ থেকে লক্ষ্মীলাভ রাজ্যের