পোষ্য-ক্রেশ থেকে লক্ষ্মীলাভ রাজ্যের

পোষ্য-কুকুর রাখার জন্য তৈরি করা হয়েছিলো ‘ক্রেশ’।

সরকারি সেই ক্রেশ থেকে গত 6 মাসে প্রায় 90 হাজার টাকা আয় করল নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ। নতুন এই উপনগরীতে এ ধরনের ক্রেশ ভালে সাড়া ফেলেছে বলে দাবি পর্ষদের। বাসিন্দারা বাড়ি থেকে কয়েকদিনের জন্য বাইরে গেলে তাঁদের পোষ্যদের থাকার যাতে সমস্যা না হয়, সে জন্য এই ক্রেশ তৈরি করা হয়। এখানে একদিনের জন্য কুকুর রাখলে দিতে হয় 750 টাকা। তাতেও ‘ঠাঁই নেই’ পরিস্থিতি।

Previous articleপরিবর্তিত পরিস্থিতি ! বহু বছর পর ইন্ডোরে সভা করার অনুমতি পেল সিপিএম
Next articleনজরে মমতার বৈঠক, তাকিয়ে রাজনৈতিক মহল