জিয়াগঞ্জ খুন: পুলিশের তত্ত্ব মানছে না বিরোধীরা

জিয়াগঞ্জের খুনের পিছনে রাজমিস্ত্রী উৎপলের হাত আছে বলে পুলিশ যে বক্তব্য রেখেছে, তা মানতে নারাজ বিরোধীদের একটা বড় অংশ। সোশ্যাল মিডিয়াতেও এই প্রশ্ন  ঘুরছে। কথা হল: অমন পাতলা চেহারার একটা ছেলে পঁচিশ হাজার টাকার জন্য তিনজনকে ঐভাবে খুন করতে পারে? নাকি এরমধ্যে অন্য কিছু আছে? প্রবল জনতার চাপে তড়িঘড়ি একটি কিনারা দেখিয়েছে পুলিশ। পুলিশের বক্তব্য, কোথাও কোনো গল্প নেই। সব বাস্তব। যারা খুনের পিছনে রাজনীতির গন্ধ পাচ্ছিল, তাদের অঙ্ক না মেলার জন্যেই এখন বিশ্বাস করতে অসুবিধে হচ্ছে।

আরও পড়ুন-জামিন নয়, এবার ED-র মামলায় গ্রেফতার হচ্ছেন চিদম্বরম