Wednesday, November 19, 2025

দাম্পত্য কলহের জেরে শ্যুট আউট? হাওড়ার শিবপুরে (Shivpur Howrah) তীব্র চাঞ্চল্য। আক্রান্ত মহিলা ভর্তি কলকাতার হাসপাতালে (Hospital)। অভিযোগ, বুধবার, সকালে শিবপুর থানার কাছেই ওই অভিজাত আবাসন এই ঘটনা ঘটেছে। ওই বাড়ির কত্রীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বাইরে থেকে কেউ গিয়ে গুলি করেছে না কি মহিলার স্বামীই গুলি চালিয়েছেন তা খতিয়ে দেখছে শিবপুর থানার পুলিশ (Police)। মহিলার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

শিবপুরের (Shivpur Howrah) ওই অভিজাত আবাসনে ছটি টাওয়ার। তার ১৫/ডি ব্লকের ৩৮৭ নম্বর ফ্ল্যাটে থাকে যাদব পরিবার। স্ত্রী পুনম যাদব (Poonam Yadav) ও ছোট সন্তানকে নিয়ে বাস গোপাল যাদবের (Gopal Yadav)। সেখানেই এদিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে স্থানীয় সূত্রে খবর। সাড়ে ১০টা নাগাদ পুনমকে লক্ষ্য করে গুলি (Shootout) চলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ। মহিলাকে উদ্ধার করে প্রথমে হাওড়ার একটি হাসপাতালে পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গুলি তাঁর মাথা ছুঁয়ে চলে গিয়েছে বলে পুলিশ (Police) সূত্রে খবর।

গোপাল যাদব প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এদিন সকালে ফ্ল্যাটে তাঁর উপস্থিতিতেই গুলি চলে। এখন প্রশ্ন উঠছে, কী কারণে শ্যুট আউট? গুলি চালল কে? গোপালই কি স্ত্রীকে গুলি করেন? নাকি কোনও দুষ্কৃতী আবাসনে ঢুকে ফ্ল্যাটে এসে গুলি চালায়? ১৬ তলার ফ্ল্যাটে কীভাবে পৌঁছয় দুষ্কৃতী? শ্যুটআউটের পরে সে গায়েবই বা হল কীকরে? তদন্তে নেমে পুনমের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কথা বলা হচ্ছে যাদব পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গেও।

Related articles

ভারতের বিমান ধ্বংসের মিথ্যে প্রচার চিনের: ট্রাম্পকে মিথ্যে প্রমাণ করে রিপোর্ট মার্কিন সংস্থার!

অপারেশন সিঁদুরের পরে সোশ্যাল মিডিয়ায় বার বার উঠে এসেছে ভারতীয় বিমান ভেঙে পড়ার ঘটনা। রাফাল নিয়ে বিবৃতি দিতেও...

খুনের সন্ধানে ফিরছে মিতিন, শাড়ি পরে বন্দুক হাতে প্রকাশ্যে কোয়েল

শীতের আমেজে রহস্য সমাধানে ফের বড়পর্দায় ফিরছেন মিতিন মাসি। এবার নিখোঁজ স্বামীর সন্ধানে বিধ্বস্ত স্ত্রীকে সাহায্য করতে তদন্তে...

গণধর্ষণের বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে ধর্ষিতা! বিজেপিকে ধুয়ে তীব্র নিন্দা তৃণমূলের

রক্ষকই ভক্ষক। সেই উত্তরপ্রদেশ। ধর্ষণ। গণধর্ষণের বিচার চাইতে গিয়ে আবার পুলিশেরই গণধর্ষণের (UP Gang Rape) শিকার নির্যাতিতা। এখানেই...

বেআইনি বেজি বাণিজ্যের বিরুদ্ধে ভারতের লড়াই, রোমভিত্তিক শনাক্তকরণ প্রকাশ ZSI-এর বিজ্ঞানীদের

'স্মল ইন্ডিয়ান মঙ্গুজ', 'ইন্ডিয়ান গ্রে মঙ্গুজ', 'ইন্ডিয়ান ব্রাউন মঙ্গুজ', 'রাড্ডি মঙ্গুজ', 'ক্র্যাব ইটিং মঙ্গুজ' এবং 'স্ট্রাইপ নেক্ড মঙ্গুজ'-...
Exit mobile version