Wednesday, November 19, 2025

অপরিকল্পিত SIR অভিযান বন্ধ করুন: মালবাজারে BLO-র মৃত্যুতে নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর

Date:

SIR-এ অত্যাধিক কাজের চাপ। জলপাইগুড়ির মালবাজারে আত্মহত্যার অভিযোগ বিএলও শান্তিমণি এক্কার (Shantimoni Ekka)। বুধবার, এই মৃত্যুর খবরে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন সকালে মালবাজারে শান্তিমণির বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিএলওদের (BLO) কাজের চাপ নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। অপরিকল্পিত SIR অভিযান বন্ধের আহ্বানও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন, “গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত।
আজ আবারও, আমরা জলপাইগুড়ির মালে একজন বুথ লেভেল অফিসারকে হারিয়েছি শান্তিমণি এক্কা, একজন আদিবাসী মহিলা, একজন অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। SIR-এর কাজের অসহনীয় চাপের মুখে আত্মহত্যা করেছেন।
SIR শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ২৮ জন প্রাণ হারিয়েছেন- কেউ ভয় এবং অনিশ্চয়তার কারণে, আবার কেউ চাপ এবং অতিরিক্ত কাজের চাপের কারণে।
তথাকথিত নির্বাচন কমিশনের অপরিকল্পিত, কাজের চাপের কারণে এত মূল্যবান জীবন হারিয়ে যাচ্ছে।”

নির্বাচন কমিশনকে নিশানা করে মমতা লেকেন, “আগে যে প্রক্রিয়ায় ৩ বছর সময় লাগত, এখন নির্বাচনের মুখে (কমিশনের) রাজনৈতিক গুরুদের খুশি করার জন্য ২ মাস সময় বেঁধে দেওয়া হচ্ছে। BLO-দের উপর অমানবিক চাপ সৃষ্টি করা হচ্ছে।
আমি নির্বাচন কমিশনকে বিবেক দিয়ে কাজ করার এবং আরও প্রাণহানির আগে অবিলম্বে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করার আবেদন জানাচ্ছি।”

মালবাজারে (Malbazar) বিএলও-র মৃত্যুতে শোকাহত তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghosh)। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী পোস্ট শেয়ার করে তিনি লেখেন, “ভারতের নির্বাচন কমিশন নির্দয়। অতিরিক্ত কাজের চাপ এবং তাদের অপরিকল্পিত বেপরোয়া অমানবিকতার কারণে আরেকটি মূল্যবান জীবন ঝরে গেল। নিরীহ মানুষের এই মৃত্যুর দায় আপনার।”
আরও খবরফের আত্মহত্যা! SIR আতঙ্কে আরেক মৃত্যু বাংলায়

মৃতা শান্তিমণি এক্কা মালবাজারের রাঙামাটি পঞ্চায়েতের বাসিন্দা। সম্প্রতি এসআইআরের কাজের দায়িত্ব পেয়েছিলেন। বিএলও হওয়ায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছিলেন, জমা নিচ্ছিলেন। অর্থাৎ কাজের চাপ ছিল প্রবল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিন বাড়িতে ফিরে রীতিমত কান্নাকাটি করতেন তিনি। এত চাপ নিতে পারছেন না বলেও জানিয়ে ছিলেন।  এরই মধ্যে এদিন সকালে বাড়ির উঠোনে মেলে মহিলার ঝুলন্ত দেহ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খবর পেয়েই মৃত বিএলও’র বাড়িতে যান অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক। মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। আশ্বাস দেন পাশে থাকার।

Related articles

মানিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে কোর্টের অনুমতি

নিয়োগ মামলায় তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু...

অভিযোগ-পাল্টা অভিযোগ! এবার আনন্দ বোসের বিরুদ্ধে থানায় FIR দায়ের কল্যাণের

রাজভবনে (Raj Bhavan) বোমা-বন্দুক মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন...

ভারতের বিমান ধ্বংসের মিথ্যে প্রচার চিনের: ট্রাম্পকে মিথ্যে প্রমাণ করে রিপোর্ট মার্কিন সংস্থার!

অপারেশন সিঁদুরের পরে সোশ্যাল মিডিয়ায় বার বার উঠে এসেছে ভারতীয় বিমান ভেঙে পড়ার ঘটনা। রাফাল নিয়ে বিবৃতি দিতেও...

খুনের সন্ধানে ফিরছে মিতিন, শাড়ি পরে বন্দুক হাতে প্রকাশ্যে কোয়েল

শীতের আমেজে রহস্য সমাধানে ফের বড়পর্দায় ফিরছেন মিতিন মাসি। এবার নিখোঁজ স্বামীর সন্ধানে বিধ্বস্ত স্ত্রীকে সাহায্য করতে তদন্তে...
Exit mobile version