নতুনভাবে বাঙালি বিদ্বেষে শান বিজেপির। বাঙলায় প্রবল প্রতিবাদের মুখে বেশ কিছুদিন বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচারের মাত্রা কমেছিল। ফের সেই একই প্রক্রিয়ায় নির্যাতন বিজেপি শাসিত ওড়িশায় (Odisha)। রাজ্যের বিভিন্ন এলাকার দশ হকারকে (hawker) থানায় তুলে নিয়ে গিয়ে রাতভর অত্যাচারের অভিযোগ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাহায্য প্রার্থনা আটকে পড়া শ্রমিকদের।
যারা বাংলায় কথা বলে তাদের খুঁজে বের করো। তাদের বাংলাদেশি (Bangladeshi) বলে দাগিয়ে দাও। জেলে ভরে রেখে চরম মর্যাদাহানি করো। এবং শেষে পাঠিয়ে দাও জোর করে বাংলাদেশে। ঠিক এভাবেই একাধিক বিজেপি শাসিত রাজ্যের বিগত কয়েক মাস ধরে শ্রমিকদের উপর অত্যাচার হয়েছে। আবার সেই একই পথে অত্যাচার মোহন মাঝি (Mohan Majhi) শাসিত ওড়িশায়। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, শুধুমাত্র বাংলা (Bengali language) বলায় বাংলার মানুষদের সঙ্গে কীটপতঙ্গের মত ব্যবহার করা হচ্ছে।
মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর প্রভৃতি জেলা থেকে ওড়িশার বিভিন্ন এলাকায় বিভিন্ন সামগ্রীর হকারিতে নিযুক্ত পরিযায়ী শ্রমিকদের উপর আগে অত্যাচার হয়েছে। এবার মুর্শিদাবাদের (Murshadabad) ৫ জন, পূর্ব মেদিনীপুর ও অন্যান্য এলাকার মোট ১০ জন পরিযায়ী শ্রমিকদের (migrant labour) রাতে তুলে নিয়ে যায় ওড়িশা ভদ্রক (Bhadrak) থানার পুলিশ। কোনও কারণ ছাড়াই তাঁদের রাতভর আটকে রাখা হয় ভদ্রক গ্রামীণ থানায়। এমনকি রাতে শুধুমাত্র বিস্কুট খেতে দেওয়া হয়।
আরও পড়ুন : ফের আত্মহত্যা! SIR আতঙ্কে আরেক মৃত্যু বাংলায়
শ্রমিকদের অভিযোগ, পুলিশ তাঁদের পরিচয় যাচাই করা হবে বলে জানায়। তাতে তাঁরা নিজেদের পরিচয়ের সমস্ত নথি পেশ করেন। তাতেও তাঁদের মুক্ত করা হয়নি। আটকে রাখা শ্রমিকদের বেশ কয়েকজনকে আগেও পুলিশ থানায় তুলে নিয়ে গিয়েছিল। তখন তাঁদের পরিচয়ের নথি যাচাই হয়েছিল। তা সত্ত্বেও আবার তাঁদের হয়রানির মুখে পড়তে হচ্ছে শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে। একটি ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরা সাহায্যের আবেদন করেন।
–
–
–
–
–