Wednesday, November 19, 2025

মাওবাদী শীর্ষনেতার মৃত্যুর পরদিনই অন্ধ্রে আরও ৭ মাওবাদী নিহত

Date:

মঙ্গলবার মাওবাদী শীর্ষনেতা মাধভি হিডমার মৃত্যুর পরে বুধবার নিরাপত্তাবাহিনী ও পুলিশের (Police) সঙ্গে সংঘর্ষে আরও ৭ মাওবাদী (Maobadi) নিহত হয়েছেন বলে খবর। মঙ্গলবার, থেকেই অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মেরেদুমিল্লির জঙ্গলে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। সেই অভিযানেই এই মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় ৩ মহিলা সদস্যও রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারের পর বুধবার সকালেও অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় মারেদুমিল্লির জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের (Maobadi) গুলির লড়াই শুরু হয়। অন্ধ্রের গোয়েন্দাকর্তা এডিজি মহেশচন্দ্র লাড্ডা জানিয়েছেন, মঙ্গলবার ৭ মাওবাদীর মৃত্যুর পরে বাকিদের খোঁজে জঙ্গল ঘিরে তল্লাশি চালানো হচ্ছিল। রাতভর তল্লাশির পরে এদিন ভোরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাওবাদীরা গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় বাহিনীও। গুলির লড়াইয়ে ৭ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। দলের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। নিহতদের মধ্যে তিন মহিলা মাওবাদী রয়েছেন বলেও জানিয়েছেন এডিজি। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত একজনের পরিচয় জানতে পারা গিয়েছে, তিনি মাওবাদী নেতা মেতুরি জোখা রাও ওরফে টেক শংকর। অন্ধ্র-ওড়িশা সীমান্ত অঞ্চলের এরিয়া কমিটির সদস্য। অস্ত্র তৈরির পাশাপাশি মাওবাদীদের প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন টেক শংকর।
আরও খবরবাংলা বললেই কীটপতঙ্গের মত ব্যবহার! ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের পুলিশি অত্যাচার

অভিযানে অন্ধ্রপ্রদেশের এনটিআর, কৃষ্ণা, কাকিনাড়া, কোনাসিমা এবং এলুরু জেলা থেকে মোট ৫০ মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৪৫টি অস্ত্র, ২৭২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক।

Related articles

মানিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে কোর্টের অনুমতি

নিয়োগ মামলায় তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু...

অভিযোগ-পাল্টা অভিযোগ! এবার আনন্দ বোসের বিরুদ্ধে থানায় FIR দায়ের কল্যাণের

রাজভবনে (Raj Bhavan) বোমা-বন্দুক মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন...

ভারতের বিমান ধ্বংসের মিথ্যে প্রচার চিনের: ট্রাম্পকে মিথ্যে প্রমাণ করে রিপোর্ট মার্কিন সংস্থার!

অপারেশন সিঁদুরের পরে সোশ্যাল মিডিয়ায় বার বার উঠে এসেছে ভারতীয় বিমান ভেঙে পড়ার ঘটনা। রাফাল নিয়ে বিবৃতি দিতেও...

খুনের সন্ধানে ফিরছে মিতিন, শাড়ি পরে বন্দুক হাতে প্রকাশ্যে কোয়েল

শীতের আমেজে রহস্য সমাধানে ফের বড়পর্দায় ফিরছেন মিতিন মাসি। এবার নিখোঁজ স্বামীর সন্ধানে বিধ্বস্ত স্ত্রীকে সাহায্য করতে তদন্তে...
Exit mobile version