নারদ মামলায় মির্জার জামিনের শুনানি শেষ, অপেক্ষা রায়দানের

নারদ কাণ্ডে গ্রেফতার আইপিএস অফিসার এস এম এইচ মির্জার শুনানি চলছে ব্যাঙ্কশাল কোর্টে সিবিআই-এর বিশেষ আদালতে। পুজোর ঠিক আগে গত ৩০ সেপ্টেম্বর আদালত মির্জাকে ১৪দিনের যেন হেফাজতের নির্দেশ দেয়। সেইমত এদিনই মির্জার মেয়াদ পূর্ণ হচ্ছে। মঙ্গলবার ফের তাকে আদালতে তোলা হয়। রূদ্ধদ্বার আদালত কক্ষে প্রায় ঘন্টাখানেকের সাওয়াল-জবাবের পর বিচারক কিছুক্ষণের জন্য রায়দান স্থগিত রেখেছেন।

প্রসঙ্গত, এই প্রথম নারদ মামলায় কোনও অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। জিজ্ঞাসাবাদে বয়ানে অসংগতি মেলায় গ্রেফতার করা হয় প্রাক্তন আইপিএস অফিসারকে।

নারদ ভিডিয়োয় নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের হাত থেকে টাকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। ম্যাথুর দাবি, মুকুল রায়ের পরামর্শে মির্জা সঙ্গে দেখা করেছিলেন তিনি।

আরও পড়ুন-যেভাবে রহস্য সমাধান জিয়াগঞ্জ কাণ্ডের

 

Previous articleযেভাবে রহস্য সমাধান জিয়াগঞ্জ কাণ্ডের
Next articleঘরের মাঠেই বিপত্তি! বিজেপির আর্থিক নীতিকে দুষলেন খোদ নির্মলার স্বামী