পাহাড়ে জনসংযোগ। ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে মুখ্যমন্ত্রীর অতিপ্রিয় পাহাড় বিমুখ করেছে। একটি আসনও পায়নি দল। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সফর অবশ্যই গুরুত্বপূর্ণ।

আগামী ২১ অক্টোবর বাগডোগরায় নামবেন মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে গাড়িতে যাবেন কার্শিয়াংয়ে। পুলিশের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সেদিনই রাতে ফিরবেন শিলিগুড়িতে। পরের দিন ২২ অক্টোবর শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন। পুর ভোটকে সামনে রেখে তিনি সরকারি পরিকল্পনা সাজাবেন। এবং অবশ্যই পাখির চোখ থাকবে বিধানসভা ভোটের দিকে। সূত্রের খবর ফিরবেন সেদিনই রাতেই।

আরও পড়ুন – ছটে বাড়তি ছুটি রাজ্যে
